দেশ
Trending

প্রবল বর্ষণ আর ধসের আশঙ্কায় স্থগিত উত্তরাখণ্ডের চারধাম যাত্রা

The Truth of Bengal : লাগাতার বৃষ্টি আর ধসের আশঙ্কায় রবিবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে চারধাম যাত্রা। কারণ গাড়োয়াল বিভাগের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করে আইএমডি বা ভারতীয় আবহাওয়া দফতর। এবিষয়ে গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর নির্দেশে চারধাম যাত্রা স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে তিনি তীর্থযাত্রীদের বিকল্প রাস্তা ব্যবহারের আবেদনও জানিয়েছেন। যাঁরা যে জায়গায় রয়েছেন সেই জায়গাতেই থাকার জন্য অনুরোধও করেছে সে রাজ্যের প্রশাসন।

আবহাওয়া দফতরের সতর্কতা মেনেও ভূমিধসের সম্ভাবনার কথা মাথায় রেখে  বিশেষ করে ঋষিকেশের বাইরে তীর্থযাত্রীদের না যাওয়ার অনুরোধ করা হয়েছে। যতক্ষণ না আবহাওয়ার উন্নতি হচ্ছে ততক্ষণ এই চারধাম যাত্রা স্থগিত থাকবে বলেও জানানো হয়েছে।উল্লেখ্য,চারধাম হল বদ্রীনাথ,কেদারনাথ,পুরীও দ্বারকায় তীর্থ করলে পুণ্য অর্জন হয় বলে ধর্ম বিশ্বাসীরা মনে করেন।তাই এই চারধামে পুণ্যার্থীদের সমাগম দেখা যায়।  কথিত আছে যেখানে ভগবান বিষ্ণু থাকেন, সেখানেই ভগবান শিব থাকেন। চরধাম এই  বিশ্বাস অনুসারে হিন্দুদের কাছে বড় পবিত্র জায়গা।  তাই কেদারনাথকে বদ্রীনাথের জুটি, রাম সেতুকে রামেশ্বরমের জুটি, সোমনাথকে দ্বারকের জুটি এবং লিঙ্গরাজকে জগন্নাথ পুরীর জুটি হিসাবে বিশ্বাস করা হয়। ঐতিহ্য অনুসারে, চরধাম হল বদ্রীনাথ, রঙ্গনাথ-স্বামী, দ্বারকা এবং জগন্নাথ-পুরী, যার সবকটিই বৈষ্ণব স্থান ।এখন তীর্থযাত্রীরা তাকিয়ে রয়েছেন কবে আবহাওয়ার উন্নতি হয়।কারণ কষ্ট আর কৃচ্ছসাধন করেও যাঁরা মোক্ষলাভের আশায় তীর্থে বেরিয়েছেন তাঁরা এখন মাঝপথে চিন্তায় রয়েছেন।

Related Articles