দেশ

উৎসবের মুখে ৪ শতাংশ ডি এ বাড়াল কেন্দ্র, খুশির হাওয়া কর্মীমহলে

DA 4% increase for Central Govt employee

The Truth of Bengal: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। সপ্তম বেতন কমিশনের আওতায় ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ালো কেন্দ্র সরকার। এই সিদ্ধান্তে ইতিমধ্যে অনুমোদনও দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতদিন পর্যন্ত ৪২ শতাংশ ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ৪ শতাংশ বাড়ায়, মহার্ঘভাতা দাঁড়াল ৪৬ শতাংশে।

অবশেষে চতুর্থীতে জানা গেল ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ালো কেন্দ্র। ২০২৩ সালের জুলাই থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন কর্মীরা। ফলে গত কয়েক মাসের ‘এরিয়ার’ বা বকেয়াও মিটিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, বেসিক পে বা মূল বেতন ১৮ হাজার টাকা হলে, ৪২ শতাংশ হারে এতদিন মাসে মহার্ঘ ভাতা পাওয়া যেত ৭,৫৬০ টাকা। ডিএ ৪৬ শতাংশ হওয়ায় সেই অঙ্কটা বেড়ে দাঁড়াচ্ছে ৮ হাজার ২৮০ টাকা। অর্থাৎ প্রতিমাসে মাসে ৭২০ টাকা বেশি পাবেন কেন্দ্র সরকারের কর্মীরা।

সারা দেশে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি হওয়ায়, এ যেন দুর্গাপুজো ও দেওয়ালির উপহার হয়ে উঠল। মহার্ঘভাতা বৃদ্ধির ফলে প্রায় ৪৭ লক্ষ কর্মী ও ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

Related Articles