দেশ

আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠকের প্রস্তাব কেন্দ্রের, মিলবে সমাধান?

Center's proposal for a meeting with protesting farmers, will find a solution?

Truth Of Bengal: এমএসপি বা ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধি, কৃষিঋণ মকুব, পেনশন চালু সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। কেন্দ্রের ওপর লাগাতার চাপ বাড়াচ্ছেন তাঁরা। গত ২৬ নভেম্বর থেকে আমরণ অনশন করছেন কৃষক নেতা জগজিৎ সিং দালেয়াল। এবার অবশেষে আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তাব দিল কেন্দ্র। তাঁদের কাছে গেলেন কেন্দ্রের এক প্রতিনিধি দল। রাজি কৃষকরাও। আগামী ১৪ ফেব্রুয়ারি বৈঠকে বসতে পারে দু পক্ষ, এমনটাই খবর।

উল্লেখ্য, কৃষক বিক্ষোভ নিয়ে এর আগে একাধিকবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র। চলতি মাসেই কৃষক নেতা জগজিৎ সিং দালেওয়ালের দায়ের করা মামলাতে কেন্দ্রের জবাব চায় আদালত। শীর্ষ আদালতের প্রশ্ন, কৃষকদের ন্যায্য দাবি বিবেচনা করার জন্য কেন প্রস্তুত নয় কেন্দ্র? কেন তারা বলছে না যে, সরকার কৃষকদের অভিযোগ শুনতে তৈরি? কেন কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে বলা হচ্ছে না কৃষকদের সঙ্গে আলোচনায় তাঁরা প্রস্তুত?

প্রশ্নের মুখে সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানিয়েছিলেন, সরকার প্রতিটি কৃষককে নিয়ে চিন্তিত। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করবে কেন্দ্র। অনশনরত কৃষক নেতা দালেওয়ালের অনশন ভাঙতেও কেন্দ্র আলোচনায় রাজি বলে জানিয়েছিলেন তিনি।

কৃষক আন্দোলনের জেরে জোর ধাক্কা খেতে হয় কেন্দ্রকে। ২০২১ সালে এই আন্দোলনের জেরেই কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্র।  এখনও এমএসপির সহ পাঁচটি দাবিতে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এই আবহে এবার আলোচনায় বসতে চলেছে দু পক্ষ। তবে এবার কি কাটবে জটিলতা?  মিলবে রফাসূত্র? সেটাই এখন দেখার।

Related Articles