জিপিএস-বিপত্তি! নির্মীয়মান সেতু থেকে নদীতে পড়ল গাড়ি
car falls from under construction bridge at bareilly in uttar pradesh due to gps error

Truth Of Bengal: উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। নির্মীয়মান সেতু থেকে নদীতে পড়ল গাড়ি। দুর্ঘটনায় চালক সহ তিনজনের মৃত্যু।
পুলিশ সূত্রে জানা যায়, বরেলিতে বন্যায় নির্মীয়মান সেতুর সামনের অংশ ভেঙে পড়েছিল রামগঙ্গা নদীতে। তা জানতেন না গাড়ির চালক। জিপিএস চালিয়ে গন্তব্যের পথে রওনা দিয়েছিলেন। এরপরেই ঘটে যায় বিপত্তি। সেতু থেকে ৫০ ফুট নিচে একেবারে নদীতে পড়ে যায় চলন্ত গাড়িটি। সকাল ১০ টা নাগাদ এই ঘটনাটি ঘটে খালপুর-ডাটাগঞ্জ রোডে। বরেলি থেকে ডাটাগঞ্জের পথে রওনা দিয়েছিল ওই গাড়ি। এলাকার সার্কেল অফিসার আশুতোষ শিবম বলেন, ‘চলতি বছরের শুরুতে বন্যার জেরে নির্মীয়মান এই সেতুর একাংশ ভেঙে পড়েছিল। তবে, জিপিএস-এ দেখলে এই রুটই দেখা যায়, অর্থাৎ সেখানে এই বিষয়ে আপডেট ছিল না। ফলে, গাড়ির চালক বুঝতে পারেননি যে এই সেতু নিরাপদ নয়’।
এ ক্ষেত্রে সাধারণত রাস্তায় সতর্কতামূলক বোর্ড বা ওয়ার্নিং সাইন লাগানো থাকে। কিন্তু এই সেতুতে সতর্কতামূলক কোনও বোর্ড লাগানো ছিল না বলেও জানা গিয়েছে। এর ফলেই চালক সম্পূর্ণ বিভ্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনায় স্থানীয় প্রশাসনের গাফিলতির বিষয়টিই সামনে আসছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফরিদপুর, বরেলি এবং ডাটাগঞ্জের পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।