দেশ

এবার থেকে বাংলা সহ মোট ১৩টি আঞ্চলিক ভাষায় সিএপিএফ কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা

CAPF constable recruitment exam in total 13 regional languages ​​including Bengali from now

The Truth Of Bengal: এবার থেকে বাংলা সহ মোট ১৩টি আঞ্চলিক ভাষায় কেন্দ্রীয় সশ্স্ত্র পুলিশ বাহিনী বা সিএপিএফ কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা।  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর তরফে একটি বিবৃতির মাধ্যমে এই কথা জানানো হয়েছে। হিন্দি ও ইংরাজির পাশাপাশি মোট ১৩ টি ভাষার যে কোন একটিতে  পরীক্ষা দিতে পারবেন চাকরি প্রার্থীরা।

কেবল হিন্দি বা ইংরাজি নয়, এই প্রথম ১৩ টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে পারবে বিএসএফ, সিআরপিএফ, ও সিআইএসএফের পরীক্ষার্থীরা। ২০ ফেব্রুয়ারি থেকে ৭ ই মার্চ পর্যন্ত চলবে এই পরীক্ষা। চলতি বছর প্রায় ৪৮ লক্ষ পরীক্ষার্থী বসবে এই পরীক্ষায়। দেশের ১২৮ টি শহরে হবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর নিয়োগ পরীক্ষা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর তরফে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। এই ঐকান্তিক পদক্ষেপের পিছনে উদ্দেশ্যের কথা বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন প্রধানত আঞ্চলিক ভাষা গুলিকে গুরুত্ব দিতে এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনীর পদে আঞ্চলিক যুবকদের সংখ্যা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দি ও ইংরাজির পাশাপাশি কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র তৈরি হবে বাংলা, অসমিয়া, গুজরাটি, মারাঠি, মালয়লাম, কন্নড়, তামিল, তেলেগু, পাঞ্জাবী, মনিপুরী, উর্দু, ওড়িয়া এবং কোঙ্কনি ভাষায়। পরীক্ষার্থীরা নিজেদের বোঝার সুবিধা অনুযায়ী যে ভাষায় পরীক্ষা দিতে চান সেই ভাষায় পরীক্ষা দিতে পারবেন। প্রতি বছরই লক্ষ লক্ষ যুবক কন্সটেবেলের পরীক্ষা দেয়। তাদের মধ্যে কারুর কারুর হিন্দি ভাষায় পরীক্ষা দিতে সমস্যা হয় আবার কারুর কারুর ইংরাজি ভাষায় পরীক্ষা দিতে সমস্যা হয়। ভাষা না বুঝতে পারলে তারা ঠিক ভাবে পরীক্ষার প্রশ্নপত্র বুঝতে পারবে না । এই ভাবে কত যুবক কেবল ভাষা গত সমস্যার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। তাই এই যুগান্তরকারী পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক মহলের দাবি লোকসভা ভোটের আগে কেন্দ্রের এই পদক্ষেপ দেশের নানা অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষদের ভোট কেনার জন্য নেওয়া হয়েছে।

Related Articles