দেশ
Trending

মধ্যপ্রদেশে মন্ত্রীসভার সম্প্রসারণ ,মন্ত্রিসভায় আরও ২৮ নতুন মন্ত্রী

Cabinet expansion in Madhya Pradesh, 28 new ministers in the cabinet

The Truth Of Bengal: মধ্যপ্রদেশে মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। মন্ত্রিসভায় এলেন আরো ২৮ জন। মন্ত্রীদের মধ্যে পুরনো মন্ত্রীসভার অনেকেই  ফের  নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। গত ১৩ ডিসেম্বর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহন যাদব।

মধ্যপ্রদেশে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। সমস্ত ভবিষ্যৎবাণী উড়িয়ে দিয়ে বিজেপি বজায় রেখেছে নিজেদের দাপট। তবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও শেষ পর্যন্ত কার ভাগ্যে মুখ্যমন্ত্রীর শিকে ছেড়ে তা নিয়ে বেশ কয়েকদিন যথেষ্টই জল ঘোলা হয়েছিল। মুখ্যমন্ত্রী নিয়ে দলের মধ্যে একটা ঠান্ডা লড়াই ছিল বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মত। এই নিয়ে বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। অনেক হেভিওয়েট নেতা ছিলেন মুখ্যমন্ত্রীর দাবিদার। শেষপর্যন্ত মোক্ষম চাল বিজেপি শীর্ষ নেতৃত্বের। অনগ্রসর শ্রেণীভক্ত নেতা মোহন যাদবকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছে বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মত, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর বেশ ভাবনা চিন্তা করেই মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর কুর্সিতে মোহন যাদবকে বসিয়েছে গেরুয়া শিবির।

এবার মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী। সোমবার তাঁর ক্যাবিনেটে যুক্ত হলেন ২৮ জন মন্ত্রী। এবারের নির্বাচনে লড়াই করেছেন বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা। তাদের মধ্যে অনেকেই মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। নাম রয়েছে তালিকায়। আগের মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রীও মোহন যাদবের ক্যাবিনেটে জায়গা করে নিয়েছেন। আগেই ২৮ জনের নামের তালিকা রাজ্যপালের কাছে জমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহন যাদব।

Free Access

Related Articles