নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের দেওয়ালে ধাক্কা বাসের, নিহত ১০, আহত ৩০
Bus lost control and hit the wall of the bridge, killed 10, injured 30

Truth Of Bengal : মর্মান্তিক! ফের দুর্ঘটনা। ফ্লাইওভারের নীচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের দেওয়ালে ধাক্কা। ধাক্কায় একপ্রকার দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবাহী বাস৷ ঘটনায় মৃত ১০। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। এই ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। তাঁদেরকে ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, মঙ্গলবার দুপুরে রাজস্থানের সিকার জেলার লক্ষ্মণগড়ে একটি যাত্রীবাহী বাস যাতাযাত করছিল। এরপর বাসটি হঠাৎ ফ্লাইওভারের নীচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের দেওয়ালে ধাক্কা মারে। এরপর দুমড়ে-মুচড়ে যায় যাত্রীবাহী বাসটি। এই ভয়াবহ দুর্ঘটনায় দুর্ঘটনাস্থলেই এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা চলাকালীন আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হন প্রায় ৩০ জন। তাঁদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেই খবর। এরপর ঘটনাস্থলে পৌঁছয় লক্ষ্মণগড় থানার পুলিশ। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।