গান্ধী-নেহরু বিষয়ক বই বিক্রি করা যাবে না, বিতর্কের মাঝে বন্ধ উত্তরাখণ্ডে বইমেলা
Books on Gandhi-Nehru cannot be sold, Uttarakhand book fair closed amid controversy

Truth Of Bengal: উত্তরাখণ্ডের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এইচএনবি গাড়ওয়াল বিশ্ববিদ্যালয় শেষ মুহূর্তে একটি বইমেলার অনুমতি বাতিল করেছে। আয়োজকদের অভিযোগ, গান্ধী ও নেহরুর জীবন ও আদর্শ নিয়ে লেখা বই বিক্রি করতে না চাওয়ায় তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়।
‘ক্রিয়েটিভ উত্তরাখণ্ড’ নামের সংগঠন প্রতিবছর ‘কিতাব কৌতুক’ নামে একটি বইমেলার আয়োজন করে, যেখানে মূলত ধর্মনিরপেক্ষ বই বিক্রি হয়। এবছর জানুয়ারিতে গাড়ওয়াল এলাকায় একটি কলেজে এই মেলা হওয়ার কথা ছিল। প্রথমে অনুমতি মিললেও পরে তা বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য মেলা বাতিল করা হয়েছে।
তবে আয়োজকদের দাবি, এবিভিপির চাপেই মেলার অনুমতি প্রত্যাহার করা হয়েছে। সংঘের ছাত্র সংগঠন স্পষ্টভাবে জানায়, গান্ধী-নেহরুদের নিয়ে লেখা বই বিক্রি করা যাবে না। আয়োজকরা ক্যাম্পাসের বাইরে মেলার আয়োজন করতে চাইলেও, কোথাও অনুমতি মেলেনি। বিশ্লেষকদের মতে, এই ঘটনা মতপ্রকাশের স্বাধীনতার ওপর নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। উত্তরাখণ্ডের সাহিত্যপ্রেমী এবং পাঠকেরা এতে হতাশ।