দেশ

কংগ্রেসের টাকা লোপাট করছে মোদি সরকার, বিজেপিকে নিশানা রাহুল-সোনিয়া-খাড়্গের

BJP is targeted by Rahul-Sonia-Kharge

The Truth of Bengal: চব্বিশের ভোটের আগে বিজেপি,শুধু এজেন্সিকে  কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্থা করে ক্ষান্ত থাকছে না,আর্থিকভাবে দুর্বল করার ষড়যন্ত্র করছে। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কংগ্রেস এই অভিযোগ জাতীয় মঞ্চে বড় করে তুলে ধরল।বিশেষতঃ কংগ্রেসের অ্যাকাউন্টের টাকা লোপাট করার গেরুয়া কৌশলের বিরুদ্ধে দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মুখর হন সোনিয়া গান্ধী,রাহুল গান্ধী ও মল্লিকার্জুক খাড়্গে।

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বিচারবিভাগও আয়কর দফতরের কাছে আবেদন.দেশে অবাধ গণতান্ত্রিক ভোট চাইলে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দিক,সাংবিধানিক সংস্থাগুলো। ২০১৮-১৯ বছরের আয়কর সংক্রান্ত বেনিয়মের অভিযোগে ১০৫ কোটি টাকা জরিমানা হয়।তার  বিরুদ্ধে বিচারবিভাগীয় হস্তক্ষেপ চেয়ে কংগ্রেসের তরফে আর্জি জানানো হয়েছিল দিল্লি হাই কোর্টে।

কিন্তু বিচারপতি যশবন্ত বর্মার বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেন। এরপর আয়কর দফতর নানা ছুতোয় টাকা কাটছে বলে অভিযোগ কংগ্রেসের তাই অবাধ গণতন্ত্রে বিরোধী কংগ্রেসকে আর্থিকভাবে সমস্যার মুখে ফেলার যড়যন্ত্রের বিরুদ্ধে সবমহলের মানুষকে এগিয়ে আসারও আবেদন জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

Related Articles