দেশ

Big Breaking: কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ দিল্লি হাই কোর্টের

Big Breaking: Delhi High Court suspends Kejriwal's bail

The Truth Of Bengal :  দিল্লি হাই কোর্টে খারিজ হয়ে গেল অরবিন্দ কেজরিওয়ালের জামিন। এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর। আগামীকাল কেজরিওয়ালের জামিনের আর্জির শুনানি হবে সুপ্রিম কোর্টে। দিল্লি হাই কোর্টে চলছে তাঁর জামিনের আর্জির শুনানি। সেই মামলায় দিল্লি হাই কোর্টে এখনই তাঁর জামিন মঞ্জুর করল না। এদিকে এরই মাঝে জামিনের আবেদন করেন সুপ্রিম কোর্টে। সেই মামলায় দেশের শীর্ষ আদালত জানায়, দিল্লি হাই কোর্ট কী রায় দেয় তা দেখে তারা পদক্ষেপ করবে। এখন দিল্লি হাই কোর্ট জামিন দিল না কেজরিওয়ালের। এবার সুপ্রিম কোর্টে ভাগ্য নির্ধারণ হবে কেজরির।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তবে জামিন পেলেও তিনি জেলমুক্ত হতে পারেননি। নিম্ন আদালতের এই রায়ের বিরোধিতা করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লি হাইকোর্ট মামলাটি না শোনা পর্যন্ত তিহার থেকে মুখ্যমন্ত্রীর মুক্তি স্থগিত করে দেয়। সোমবার মামলার শুনানি হয়। এই সময়ে আগে যাতে জামিন মেলে তার জন্য সুপ্রিম করতে আবেদন করেছিলেন কেজরিওয়াল। কিন্তু সুপ্রিম কোর্ট কেজরির সেই আবেদনে বুধবার পর্যন্ত কোনও হস্তক্ষেপ করেনি।

উল্লেখ্য, গত ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। পরে তাঁকে পাঠানো হয় তিহার জেলে। ইডি-র গ্রেফতারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে ২১ দিনের জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী। পরে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতে আবেদন করলেও সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনতেই রাজি হয়নি। ফলে মেয়াদ শেষ হতেই ২ জুন আত্মসমর্পণ করতে বাধ্য হন দিল্লির মুখ্যমন্ত্রী। অবশেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। যদিও পরদিন শুক্রবার আবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি। সাময়িক ভাবে কেজরির জেলমুক্তি আটকে দেয় দিল্লি হাই কোর্ট।

 

Related Articles