Bengaluru: জরুরি কাজের জন্য 23 ও 24 জুন বেঙ্গালুরুর বিরাট অংশে বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা
Bengaluru: Large parts of Bangalore will have power outages on June 23 and 24 for emergency work

The Truth Of Bengal: রক্ষণাবেক্ষণের জন্য আগামী রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বেঙ্গালুরুর একটা বড় অংশে। ব্যাঙ্গালোর ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি ঘোষণা করেছে, জরুরি রক্ষণাবেক্ষণের কাজের কারণে রাজধানী শহরের বিরাট অংশে পরিষেবা বন্ধ থাকবে। তার জন্য শহরবাসীকে বিস্তর ভোগান্তি পোহাতে হতে পারে বলে জানিয়েছে ব্যাঙ্গালোর ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি। বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এই রক্ষণাবেক্ষণ জরুরি হয়ে পড়েছে।
জরুরি কাজের জন্য 23 ও 24 জুন বেঙ্গালুরুর বিরাট অংশে বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা pic.twitter.com/EJmHLRzXKV
— TOB DIGITAL (@DigitalTob) June 22, 2024
রবিবার বেঙ্গালুরু শহরের শেশাদ্রিপুরম রোড, সিএম মানে রোড, সদাশিবনগর আশেপাশের এলাকা, ক্রিসেন্ট রোড, সেভেন মিনিস্টার কোয়াড, কুমারপার্ক রোড, গান্ধিনগর, আনন্দ রাও সার্কেল, কেপিটিসিএল অফিস, রেসকোর্স, বসন্তনগর আশেপাশের এলাকা, প্যালেস রোড, কটন টাউন, মাগাদি রোডের আশেপাশের এলাকা, আরবিআই আশেপাশের এলাকা, নাগার্টপেট, মার্থাস রোড, এসপি রোড, নাগার্টপেট, চিকপেটে, বিথল মাল্য রোড, মন্ত্রী মল এবং মল্লেশ্বরম বিদ্যুৎ বিঘ্নিত হবে। টানা কয়েক ঘণ্টা এইসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। ফলে থমকে যাবে সব কিছু।
পরদিন সোমবার বিদ্যুৎ বিভ্রাট হবে হেন্নুর বন্দে, সমুদ্রিকা এনক্লেভ, গ্রেস গার্ডেন, খ্রিস্ট জয়ন্তী কলেজ, কে. নারায়ণপুর, বিলিশিওয়ালে, আশা টাউনশিপ, ঐশ্বরিয়া লেআউট, মারুতি টাউনশিপ, নাগারগিরি টাউনশিপ এলাকায়। এর বাইরে আরও কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে বলে জানানো হয়েছে।
বেঙ্গালুরু শহরের এই সব এলাকায় বিদ্যুৎ পরিকাঠাম আরও উন্নত করতে চায় ব্যাঙ্গালোর ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি। তার জন্য জরুরি ভিত্তিতে কাজের প্রয়োজন হয়ে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে বিদ্যুৎ বিভাগ। কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকলে খুব স্বাভাবিক ভাবেই বিরাট অসুবিধায় পড়তে হবে শহরবাসীকে। সেই অসুবিধার ব্যাঙ্গালোর ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি শহরবাসীর কাছে আগাম ক্ষমা প্রার্থনা করে রেখেছে। সেই সঙ্গে জানানো হয়েছে রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে গেলে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ চালু করে পরিষেবা স্বভাবিক করা হবে।