
Truth Of Bengal: সম্প্রতি বিসিসিআইয়ের সচিব পদ ছেড়ে আইসিসিতে চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন জয় শাহ। সেই কারণে তাঁর ছেড়ে যাওয়া আসনটি এখন খালিই পড়ে রয়েছে। এর পাশাপাশি খালি হয়েছে আশিষ সেলারের পদটিও। সুতরাং এই দুটি পদেই নতুন ব্যক্তিদের নিযুক্ত করতে হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। বিসিসিআইয়ের সংবিধান অনুযায়ী ৪৫ দিনের মধ্যে এসজিএম ডেকে এই খালি আসনে নতুন নিয়োগ করতে হয়। সেই মতো আগামী ১২ জানুয়ারি মুম্বইতে অনুষ্ঠিত হবে বিশেষ সাধারণ সভা।
বিসিসিআই সূত্রে খবর, গত বৃহস্পতিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এবং তারপরই বোর্ডের পক্ষ থেকে প্রতিটি রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আগামী ১২ জানুয়ারি এসজিএম সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিসিসিআই-র সচিবের দায়িত্ব ছেড়ে বর্তমানে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে আইসিসিতে যোগ দিয়েছেন জয় শাহ। অন্য দিকে আশিস সেলার বিসিসিআইয়ের পদ ছেড়ে মহারাষ্ট্রের ক্যাবিনেটমন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন।
প্রসঙ্গত, লোধা কমিটির সংস্কার অনুসারে একই ব্যক্তি দুটি গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না। সেই নিয়ম মোতাবেকই শাহ এবং আশিসকে বিসিসিআইয়ের ক্ষমতা ত্যাগ করতে হয়েছে। কেননা এর আগে শেলার কোনও এক রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে তবেই বোর্ডের চেয়ারে বসেছিলেন।
সংবাদসংস্থা সূত্রে খবর, এই দুটি পদের জন্য বোর্ডের নির্বাচন পরিচালনা করার দায়িত্ব পেতে পারেন অচল কুমার জ্যোতিকে। ৭১ বছর বয়সী জ্যোতি ১৯৭৫ সালের গুজরাট ক্যাডারের ভারপ্রাপ্ত আইএস অফিসার ছিলেন। সামলেছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনারের মতো গুরু দায়িত্বও। বর্তমানে তিনি দায়িত্ব সামলাচ্ছেন অসমের দেবজিৎ সইকিয়া বোর্ডের অন্তবর্তী দায়িত্বও পালন করছেন।