ট্রেনের কামরাতেই এটিএম! যাত্রী সুবিধার্থে বড় উদ্যোগ রেলের
ATM in train compartment! Railways' big initiative for passenger convenience

Truth Of Bengal: যাত্রী সুবিধার্থে বড় উদ্যোগ ভারতীয় রেলের। যাত্রীদের নগদ টাকার প্রয়োজন মেটাতে রেলের উদ্যোগে ট্রেনের মধ্যেই বসতে চলেছে এটিএম মেশিন। বর্তমান সময়ে, দূরপাল্লার ট্রেনে একটি এটিএম বসানো হয়েছে। কেবল মাত্র পরীক্ষা করে দেখার স্বার্থেই এই এটিএম মেশিন ওই দূরপাল্লার ট্রেনে বসানো হয়েছে বলেই রেল সূত্রে খবর। জানা যাচ্ছে এই প্রকল্প চালু হবে বড় পরিসরে। কিন্তু তা বড় পরিসরেও চালু হতে ঠিক কত দিন সময় লাগবে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
ভারতীয় রেলের আধিকারিকদের তরফ থেকে মঙ্গলবার জানানো হয়, মুম্বই-মানমাডগামী পঞ্চবটিগামী এক্সপ্রেস ট্রেনের কামড়াতেই বসানো হয় এটিএম মেশিন। রেল সূত্রে জানা যায়, ট্রেনের বাতানুকূল চেয়ারকার কোচে এই এই মেসিন বসানো হয়। জানা যাচ্ছে, যাত্রীদের ব্যবহারের জন্য এই বেসরকারি ব্যাঙ্কের উদ্যোগে বসানো এটিএম মেসিন খুলে দেওয়া হবে। মধ্য রেলের প্রধান জনসংযোগ আধিকারিকের মতে, “এটিএম মেশিনটি বসানো হয়েছে পরীক্ষামূলক কারণে জন্য। পঞ্চবাটি এক্সপ্রেসের কামরায় বসানো হয় এই এটিএম মেসিন। একটা সময় এই জায়গায় ছিল পেন্ট্রি। এমনকি নিরাপত্তার স্বার্থে লাগানো হয়েছে শাটার দরজাও।”
প্রসঙ্গত, দূরপাল্লার ট্রেনে যাত্রীদের নগদের সমস্যায় পড়ার ঘটনা নতুন নয়। অন্যদিকে বড় জংশন স্টেশন ছাড়া সেভাবে এটিএম পাওয়াও অত্যন্ত সমস্যার বিষয়। যার কারণে ট্রেনে যাওয়ার সময় নগদ অর্থ প্রয়োজন পড়লে যাত্রীদের ট্রেন থেকে নেমে গিয়ে স্টেশন বা সংলগ্ন জায়গায় গিয়ে এটিএম থেকে টাকা তুলতে হয়। সেক্ষেত্রে ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার চিন্তাও থেকে যায়। যাত্রীদের এহেন সমস্যার কথা মাথায় রেখেই ট্রেনে এটিএম মেশিন বসানোর সিদ্ধান্ত রেলের। তবে বড় পরিসরে এই উদ্যোগ কবে নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।