টিকিট বিলি ঘিরে তিরুপতি মন্দিরে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে নিহত অন্তত ৬
At least 6 killed in stampede at Tirupati temple over ticket distribution

Truth Of Bengal: তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে একাধিক মানুষকে। বুধবার বৈকুণ্টা দ্বার সর্বদর্শন টিকিট বিতরণের সময় তিরুপতির বিষ্ণু নিবাসমে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে।
#WATCH | Andhra Pradesh: Four people died in a stampede that occurred at Vishnu Nivasam in Tirupati during the distribution of Vaikunta Dwara Sarva Darshan tokens.
CM N Chandrababu Naidu spoke to officials over the phone about the treatment being provided to the injured in the… pic.twitter.com/655uJ7NEiK
— ANI (@ANI) January 8, 2025
এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু শোকপ্রকাশ করেছেন। বৃহস্পতিবার আহতদের সঙ্গে দেখা করতে তিরুপতি যাওয়ার কথা রয়েছে তাঁর। তিনি তাঁর পোস্টে বলেন, ‘তিরুমালা শ্রীবারী বৈকুণ্ঠ দ্বার দর্শনে যাওয়ার জন্য টোকেন নিয়ে তিরুপতিতে বিষ্ণুর বাসভবনের কাছে পদদলিত হয়ে বেশ কয়েকজন ভক্তের মর্মান্তিক মৃত্যু অনেককে হতবাক করেছে। এই মর্মান্তিক ঘটনাটি, আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। কিছু লোকের অবস্থা আশঙ্কাজনক বলে তথ্য পেয়ে, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাস্থলে গিয়ে ত্রাণ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি… আহতদের উন্নত চিকিৎসা প্রদান এবং তাদের জীবন বাঁচানোর জন্য। পরিস্থিতি বোঝার জন্য আমি জেলা ও টিটিডি কর্মকর্তাদের সাথে ক্রমাগত কথা বলছি।’
తిరుమల శ్రీవారి వైకుంఠ ద్వార దర్శనం టోకెన్ల కోసం తిరుపతిలోని విష్ణు నివాసం దగ్గర జరిగిన తోపులాటలో పలువురు భక్తులు మృతి చెందడం దిగ్భ్రాంతిని కలిగించింది. టోకెన్ల కోసం భక్తులు పెద్ద ఎత్తున తరలివచ్చిన సందర్భంలో చోటుచేసుకున్న ఈ విషాదకర ఘటన నన్ను తీవ్రంగా కలిచివేసింది. మరి కొందరి…
— N Chandrababu Naidu (@ncbn) January 8, 2025
বৈকুণ্ঠ একাদশীর সময় তিরুপতি মন্দিরে বৈকুণ্ঠদ্বার দর্শনের সুযোগ পান পুণ্যার্থীরা। তাঁর জন্য আগে থেকেই টিকিট সংগ্রহ করে রাখতে হয়। সেই টিকিট সংগ্রহের জন্য বুধবার সকাল থেকেই পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেন। কিন্তু সন্ধ্যার সময় ওই টিকিট সংগ্রহ করার জন্য টিকিট কেন্দ্রের সামনে ৪ হাজারের অধিক মানুষ ভিড় জমিয়ে ছিল। শুরু হয় হুড়োহুড়ি, তারপর সেখানেই পদপিষ্ট হয়ে প্রাণ হরান ৬ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।