প্রবীণ ব্যক্তির অশ্লীল ভিডিয়ো তৈরি করে পর্ন সাইটে বিক্রি! তারপর যা হল….
An elderly man made a pornographic video and sold it on a porn site! What happened next...

Truth Of Bengal: সম্প্রতি জয়সলমীর জেলার এক প্রবীণ ব্যক্তির অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার পর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর রাজস্থান পুলিশ তৎপর হয়ে তদন্তে নামে। তদন্তে ইতিমধ্যে দিল্লি থেকে এক মহিলা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও তার সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু তাও অতিরিক্ত অর্থ উপার্জনের লোভে বিভিন্ন অপরিচিত জায়গায় অজানা ব্যক্তিদের সঙ্গে অশ্লীল ভিডিও তৈরি করত। পরে সেই ভিডিওগুলি মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন পর্ন সাইটে বিক্রি করত।
জয়সলমীর ঘটনায় দেখা যায়, মহিলা ও তার সঙ্গী গাড়িতে করে ঘুরে বেড়ানোর সময় এক প্রবীণ ব্যক্তিকে থামিয়ে তার সঙ্গে অশ্লীল কার্যকলাপে লিপ্ত হয়। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
ঘটনার গুরুত্ব বুঝে জয়সলমীর এসপি সুধীর চৌধুরীর নির্দেশে তানোট থানায় আইটি অ্যাক্টের অধীনে মামলা রুজু করা হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিটি সিও রূপসিংহ ইন্দা ও ডিএসটি ইনচার্জ হেড কনস্টেবল ভীমরাও সিংকে। গঠন করা হয় একাধিক পুলিশ টিম। দীর্ঘ অনুসন্ধানের পর অভিযুক্ত মহিলা ও তার সঙ্গীকে দিল্লির একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলা এর আগেও সিঙ্গাপুর, থাইল্যান্ড প্রভৃতি দেশে গিয়ে এ ধরনের ভিডিও তৈরি করেছে। এই ঘটনার সঙ্গেও সেই একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। প্রবীণের সঙ্গে তৈরি করা ভিডিওটি একটি পর্ন সাইটে পোস্ট করে মোটা অঙ্কের টাকা আয় করেছিল সে।
গ্রেফতারির পর দুই অভিযুক্তকে জয়সলমীরে নিয়ে এসে আদালতে পেশ করা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযানে যুক্ত ছিলেন ডিএসটি ইনচার্জ ভীমরাও সিং, সুম থানার ইনচার্জ সুরজা রাম ও অন্যান্য পুলিশ সদস্যরা।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং ডিজিটাল মাধ্যমে পর্নগ্রাফির বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানো হবে।