দেশ

ফিশ প্লেট খুলে ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা

An attempt was made to derail the train by opening the fish plate

Truth of Bengal: রেল লাইনের উপর খুলে রাখা হল ফিশ প্লেট। গুজরাটের সুরাটে কিম স্টেশনের কাছে ঘটে যাওয়া ঘটনায় বিপত্তি। রেল কর্মীদের তৎপরতায় বরাত জোড়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। দিন কয়েক আগে উত্তরপ্রদেশের কালিন্দী এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। রেল লাইনের উপর রাখা হয়েছিল গ্যাস সিলিন্ডার।

ঘটনাস্থল থেকে খানিক দূরেই উদ্ধার হয়েছিল একটি পেট্রল ভর্তি বোতল ও দেশলাইয়ের বাক্স। শুধমাত্র এই ঘটনাই নয়, রাজস্থানের আজমেরে মালগাড়ি চলাচলের লাইনের উপর সিমেন্টের বিশালাকার চাঁই রেখে দেওয়া হয়েছিল। আর এবার ট্রেনকে লাইনচ্যুত করানোর চেষ্টায় ফিশ প্লেট খুলে তা লাইনের উপর রেখে দেওয়ার অভিযোগ সামনে আসে।

এবারের ঘটনাস্থল গুজরাট। সুরাটের কিম রেল স্টেশনের কাছে ঘটে এই ঘটনা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় রেলকর্মীরা। তাদের ততপরতাতেই চটজলদি লাইনের উপর থেকে সরিয়ে ফেলা হয় ওই ফিশ প্লেট। পশ্চিম রেলের বরোদা শাখা সূত্রে খবর, অজ্ঞাত পরিচয়ের কিছু দুষ্কৃতীই রেলের আপ লাইনে এই ধরণের ঘটনা ঘটিয়েছে।

রেল সূত্রে খবর, বিষয়টি জানাজানি হতেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন রেল কর্মীরা। তাদের চেষ্টাতেই লাইনের উপর থেকে ওই ফিস প্লেট সরিয়ে ফেলা হয়। রেলের রিপোর্টে উল্লেখ, শুধুমাত্র অগাস্টেই ১৫ বার ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা চলেছে। শুধুমাত্র সেপ্টেম্বরের শুরুতেই তিনবার চেষ্টা করা হয়েছিল।

Related Articles