দেশ

এনকাউন্টারে নিধন অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলাকারী, পলাতক ১

Amritsar temple grenade attacker killed in encounter, 1 absconding

Truth Of Bengal: অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রথমে গ্রেনেড হামলা, পড়ে এনকাউন্টার। নিহত আততায়ী। রাজাশাঁসি এলাকায় সোমবার সকালে শুরু হয় পুলিশ দুষ্কৃতীর গুলিযুদ্ধ। তাতেই মৃত্যু হয় গুরসিরক সিং নামের এক দুষ্কৃতীর। পুলিশের চোখে ধুলো দিয়ে কোনরকমে পালাতে সক্ষম হয় অপর এক আততায়ী। বর্তমানে তার খোজেই চলছে পুলিশের চিরুনি তল্লাশি।

জানা যায়, গত শুক্রবার আচমকাই গ্রেনেড হামলা হয় অমৃতসরের খান্ডওয়ালার মন্দিরে। রাতে সমগ্র এলাকা কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র মন্দির চত্বর জুড়ে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই সেই হামলার সিসিটিভি ফুটেজ। সেখানেই দুই যুবককে বাইকে করে এসে মন্দিরের সামনে দাড়াতে দেখা যায়।

তারপরই দেখা যায় তারা মন্দির লক্ষ করে গ্রেনেড ছোড়ে, তারপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। সেই গ্রেনেড বিস্ফোরণেই কেঁপে ওঠে মন্দির চত্বর। তবে এই হামলার ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই জানা যায়। এই হামলায় পাক যোগের অনুমান করছে পুলিশ। জার জেরে বিশেষ গুরুত্বের সঙ্গে শুরু হয়েছে পুলিশি তদন্ত। তারপর সোমবারই ঘটলো এনকাউন্টারের ঘটনা।

গোপন সূত্রে সেখানে হামলাকারীর ঘোড়া ফেরার খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতেই অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় অপরাধ দমনে শাখা ও স্থানীয় পুলিশের একটি দল।সেখানকার সিসিটিভি ফুটেজ দেখলে দেখা যায়, বাইক নিয়ে ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করে দুষ্কৃতী গুরসিড়ক ও বিশাল। পুলিশের অভিযান ভেস্তে দিতে পুলিসকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে আততায়ীরা। সেই হামলার জেরেই হেড কনস্টেবল গুরপ্রিতের বা হাতে গুলি লাগে। আহত হন ইন্সপেক্টর অমোলক সিং। ফের এক রাউন্ড গুলি লাগে পুলিশের গায়ে।

Related Articles