শিক্ষা দুর্নীতির মাঝে, মহারাষ্ট্রের ইউপিএসসি পড়ুয়ার দিল্লিতে আত্মহত্যার ঘটনায় দেশজুড়ে শোরগোল
Amidst education corruption, there is an uproar across the country over the suicide of a Maharashtra UPSC student in Delhi

Bangla Jago Desk : দিল্লির পুরনো রাজেন্দ্র নগরে এক ইউপিএসসি পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়ে গেছে। সুইসাইড নোটে স্বপ্নসন্ধানী লিখেছেন, তিনি অনেক চেষ্টা করেছিলেন,কিন্তু সাফল্য পাননি। জীবন সংগ্রামে ব্যর্থ হওয়ায় তাঁকে হতাশা গ্রাস করে বলেও মৃত্যুর আগে মনের কথা লিখে গেছেন ওই পড়ুয়া। অনেকেই আশঙ্কা করছেন, সরকারি পরীক্ষায় দুর্নীতিতে হতাশা বাড়ছে ইউপিএসসি পরীক্ষার্থীদের,তাই এই ধরণের ঘটনা বাড়ছে।
মহারাষ্ট্রের পড়ুয়া, অঞ্জলি দিল্লি এসেছিলেন ইউপিএসসি নিয়ে পড়াশোনা করতে। গত ২১জুলাই তিনি চরম সিদ্ধান্ত নেন। সুইসাইড নোটে তিনি লেখেন, ‘‘আমি দুঃখিত বাবা –মা।জীবনের প্রতি আমার বিতৃষ্ণা হয়ে গেছে। সমস্যায় জর্জরিত হয়ে পড়ায় আমার জীবন থেকে শান্তি চলে যায়।তাই শান্তির খোঁজে আমি এই চরম সিদ্ধান্ত নিলাম। ইউপিএসসিতে ভালো ফলের চেষ্টা করেছিলাম।কিন্তু পারলাম না। এই তথাকথিত হতাশার গ্রাস থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারেনি।”
অঞ্জলির নোটে স্পষ্ট, আর্থিক সমস্যা তাঁর জীবনে চলার পথে বাধা তৈরি করে। একইসঙ্গে সরকারি পরীক্ষায় দুর্নীতি বা বেনিয়ম ঘুঘুর বাসার মতো বেড়ে চলায় এই ধরণের আত্মহত্যার ঘটনা বেড়ে যাচ্ছে বলে আশঙ্কা করছেন অনেকে। শুধু শিক্ষা ব্যবস্থায় অস্বচ্ছতাই নয়, পিজি পা হোস্টেলের ভাড়া বৃদ্ধি নিয়েও অনেকে উদ্বিগ্ন। কেউ কেউ বলছেন,এই ভাড়া কমিয়ে দেওয়া দরকার। পড়ুয়াদের সঙ্গে লুঠ করার অভিযোগ করেছেন আত্মহত্যাকারী ছাত্রী। সব ধরণের পড়ুয়া এই বিপুল খরচ বহন করতে পারবে না বলেও স্পষ্ট করেছেন অকাল মৃত্যু বেছে নেওয়া এই ছাত্রী।