গণছুটিতে পাল্টা পদক্ষেপ বিমান সংস্থার, চাকরি গেল ৩০ জন কেবিন ক্রু-র
Airline countermeasures on public holiday, 30 cabin crew lost their jobs

The Truth of Bengal: কর্মী ছুটি নেওয়ায় বিমান পরিষেবায় বিপাকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বাতিল করা হয় ৭৮ টি বিমান। হয়রানির শিকার হন যাত্রীরা। আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে সংস্থাটি। বর্তমানে টাটা গোষ্ঠীর মালিকাধীন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এয়ার লাইনের প্রায় ৩০০ জনেরও বেশি কর্মী আচমকাযই ছুটি নেওয়ায় কর্মীদের উপর করা ব্যবস্থা সংস্থাটির। কমপক্ষে ৩০ জন কেবিন ক্রুকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। গত মাসে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান সংস্থায় চরম অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। কেবিন ক্রুদের একাংশের প্রতিনিধিত্বকারী এক ইউনিয়নের তরফ থেকে এই অভিযোগ করা হয়।
একইসঙ্গে নয়া নিয়োগ পদ্ধতিতে নিয়োগ,বেতনের প্যাকেজে পরিবর্তন, ডিউটি রস্টারে পরিবর্তনের ফলে পাইলট, ক্রু-রা বিশ্রামের সময় পাচ্ছেন না বলেও অভিযোগ। দিন কয়েক ধরে কর্মীদের মধ্যে দেখা দিয়েছিল অসন্তোষ। তারই প্রতিবাদ স্বরূপ এই গণ ছুটি বলে মনে করা হচ্ছে। একেবারে শেষ মুহূর্তে নিজেদের অসুস্থতার কথা জানিয়ে ছুটি নেন প্রত্যেকে সেই সঙ্গে সংস্কার তরফ থেকে তাদের যোগাযোগ করার চেষ্টা হলে তাদের সকলেরই মোবাইল বন্ধ পাওয়া যায়, যার জেরেই ব্যাহত হয় বিমান পরিষেবার।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর এক মুখপাত্র বলেন, কর্মীদের গণ ছুটির কারণে প্রচুর সংখ্যক ফ্লাইট বাতিল করতে হয়েছে, পুরো সময়সূচী ব্যাহত হয়েছে, যা কোম্পানির সম্মানহানি ও যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। নীতি ভঙ্গের দায়ী এক চিঠিতে চাকরি হারিয়েছেন ত্রিশ জন বিমান কর্মী। তিনি আরও জানান কর্মী ছাটাই এর সংখ্যাটা আরো বাড়তে পারে। একই সঙ্গে বিমান বাতিলের কারণে যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর দায়িত্ব নেওয়ার পর থেকেই যে সমস্যায় জর্জরিত তা বলাই চলে।