Plane Crash in Ahmedabad: আমেদাবাদ বিমান দুর্ঘটনার রিপোর্টে তীব্র আপত্তি! বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে গেলেন পাইলটের বাবা
তাঁর সঙ্গে এই আবেদনে যুক্ত হয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস। আবেদনে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন করা হোক।
Truth of Bengal: আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে ফের বিতর্ক। বিমানটির ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের বাবা পুষ্করাজ সবরওয়াল বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো-এর রিপোর্টে তীব্র আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন। তাঁর সঙ্গে এই আবেদনে যুক্ত হয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস। আবেদনে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন করা হোক। সেই কমিটিতে নিরপেক্ষ উড়ান বিশেষজ্ঞ ও টেকনিক্যাল এক্সপার্টদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে (Plane Crash in Ahmedabad)।
পুষ্করাজ সবরওয়াল ও ফেডারেশনের অভিযোগ, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো যে রিপোর্ট দিয়েছে তা একপেশে ও অসম্পূর্ণ। রিপোর্টে দুর্ঘটনার জন্য পাইলটের ভুলকেই দায়ী করা হয়েছে, কিন্তু অন্য সম্ভাব্য কারণগুলির দিকে কোনও নজরই দেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো – এর রিপোর্টে বলা হয়েছে, পাইলট নাকি দুই ইঞ্জিনেই জ্বালানির সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তদন্তে এই সিদ্ধান্তে পৌঁছনোর যথেষ্ট ভিত্তি নেই।রিট পিটিশনে আরও বলা হয়েছে, এই অসম্পূর্ণ তদন্তের ফলে দুর্ঘটনার প্রকৃত কারণ আড়াল হয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে যাত্রী নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। এমন তদন্ত সংবিধানের ২১ নম্বর ধারায় বর্ণিত ‘জীবনের অধিকার’-এর লঙ্ঘন বলেও দাবি করা হয়েছে।আবেদনে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর তদন্ত বন্ধ ঘোষণা করে, সমস্ত নথি ও প্রমাণ আদালতের নজরদারিতে থাকা বিশেষ কমিটির হাতে তুলে দেওয়ারও দাবি জানানো হয়েছে (Plane Crash in Ahmedabad)।
অন্যদিকে, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাদের দাবি, এখনই কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছনো বা রিপোর্টের ওপর চূড়ান্ত মন্তব্য করা যুক্তিযুক্ত নয়।ঘটনাটি ঘিরে বিমান নিরাপত্তা ব্যবস্থা এবং তদন্তের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বিমান চলাচল মহলে (Plane Crash in Ahmedabad)।






