দেশ

রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ বিমান

Air force MiG-29 plane crashed in Rajasthan

Truth Of Bengal: রাজস্থানের বাড়মেড়ে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ বিমান। সোমবার রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে শেষ মুহূর্তে নিজের প্রান রক্ষা করে বিমান ছেড়ে বেরিয়ে আসেন পাইলট। ধারণা করা হচ্ছে, কোনো বড় যান্ত্রিক সমস্যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছে, বাড়মেড় সেক্টরে রাত্রিকালীন প্রশিক্ষণ চলার সময় গুরুতর সমস্যা দেখা দেয় মিগ-২৯ বিমানে। তখন পাইলট ঠিক করেন যে বিমান ছেড়ে বেরিয়ে পড়তে হবে। তারপরেই তিনি ইজেক্ট করেন। বর্তমানে সুস্থ পাইলট। ঠিক কী কী যান্ত্রিক সমস্যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য ‘কোর্ট অফ ইনকোয়ারি’র নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই, এই দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গোটা বিমানটাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। জানা গিয়েছে, বিমানটি মঙ্গলা প্রসেসিং টার্মিনাল এমপিটি রোডে কাছে ভেঙে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর একটি প্যারাশুটের সাহায্যে আকাশ থেকে মাটিতে নেমে শুয়ে পরেছেন পাইলট। তারপর কয়েকজন জওয়ান মিলে তাঁর প্রাথমিক চিকিৎসা করেন।

Related Articles