সংসদে ধর্ম নিয়ে বক্তব্যের পর রাহুলকে পড়াশুনা করার পরামর্শ শিখ, ইসলাম ও হিন্দু ধর্ম গুরুদের
After his speech on religion in Parliament, Sikh, Islamic and Hindu religious gurus advised Rahul to study

The Truth Of Bengal: লোকসভার বিরোধী দলের নেতারা রাহুল গান্ধী বিরোধী দল গুলির প্রতিনিধি হিসেবে সরকারকে তীব্র আক্রমণ করেন। রাহুল তার বক্তৃতার সময় ভগবান শিবের অভয় মুদ্রার কথা উল্লেখ করেন এবং তার ছবি দেখান।
এর তীব্র প্রতিবাদ করেছে ক্ষমতাহীন জোটের নেতারা। প্রায় এক ঘন্টা ৪২ মিনিটের রাহুলের বক্তৃতায় উদ্ধৃতিগুলির উত্তর দিতে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। রাহুল তোর ভাসুরের বিভিন্ন ধর্মের কথা বলেছেন এবং অহিংসা দিয়ে বিজেপিকে মোকাবিলা করার কথা বলেছেন। লোকসভায় বিরোধী দলের নেতা রাহুলকে পড়াশোনা করার পরামর্শ ধর্মীয় নেতাদের। সমগ্র সমাজকে অপমান অভিযোগ তার বিরুদ্ধে।
#WATCH | On Congress MP Rahul Gandhi’s speech in Parliament, Swami Avdheshanand Giri says, “Hindus see God in everyone, Hindus are non-violent, accommodative and generous. Hindus say that the whole world is their family and they should always pray for everyone’s welfare,… pic.twitter.com/yYCMDZZjBM
— ANI (@ANI) July 1, 2024
রাহুল গান্ধীর বক্তৃতায় স্বামী অবধেশানন্দ গিরি বলেন, হিন্দুরা প্রত্যেকের মধ্যে ঈশ্বরকে দেখে, হিন্দুরা অহিংস এবং উদার। হিন্দুরা বলে যে সমগ্র বিশ্ব তাদের পরিবার এবং তাদের সর্বদা সকলের কল্যাণ সুখ এবং সম্মানের জন্য প্রার্থনা করা উচিত। হিন্দুদের হিংসা বা তারা বিদ্বেষ ছড়ায় বলা ঠিক নয়। এই ধরনের কথা বলে রাহুল গান্ধী সমগ্র সমাজকে অপমান করেছেন। হিন্দু সমাজ খুবই উদার এবং এটি এমন একটি সমাজ যা সবাইকে অন্তর্ভুক্ত করে এবং সবাইকে সম্মান করে। রাহুলের এই মন্তব্যের ফলে সমাজে আঘাত এনেছে ও সাধু সমাজ ক্ষুব্দ।ইসলামে অভয়মুদ্রার কোন উল্লেখ নেই রাহুল আপনার বক্তব্য সংশোধন করুন।
#WATCH | On Congress MP Rahul Gandhi’s speech in Parliament, Syed Naseruddin Chishty, Chairman of All India Sufi Sajjadanashin Council, says, “While speaking in the Parliament today, Rahul Gandhi has said ‘Abhayamudra’ is also there in Islam. There is no mention of idol worship… pic.twitter.com/4dugkfmHU7
— ANI (@ANI) July 1, 2024
অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশিন কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ নাসরুউদ্দিন চিশতী বলেন, গত সোমবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন যে ইসলামে অভয় মুদ্রা রয়েছে। ইসলামে মূর্তিপূজার কোন উল্লেখ নেই কোন ধরনের মুদ্রাও নেই। তিনি এটা খণ্ডন করছেন ইসলামে অভয়মুদ্রার কোন উল্লেখ নেই তিনি বিশ্বাস করেন রাহুল গান্ধী তার বক্তব্য সংশোধন করা উচিত। অন্য কোন প্রতি কি মুদ্দাকে ইসলামের সঙ্গে যুক্ত করা ঠিক নয়। দরগাহ আজমীর শরীফের গাদ্দী নাসিন হাজী সৈয়দ সালমান চিশতি বলেন, তারা বিরুদ্ধে দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য শুনেছেন।
#WATCH | On Congress MP Rahul Gandhi’s speech in Parliament, Haji Syed Salman Chishty, Gaddi Nashin-Dargah Ajmer Sharif says, “We have heard the statement made by the Leader of the Opposition Rahul Gandhi, in which he talked about linking the symbol of ‘Abhayamudra’ to Islamic… pic.twitter.com/95KHkadd2K
— ANI (@ANI) July 1, 2024
তিনি অভয় মুদ্রার প্রতীক ইসলামিক প্রার্থনা বা ইসলামী উপাসনার সঙ্গে যুক্ত করার কথা বলেছেন। তবে তা হয়নি কোন প্রবিএ ধর্মগ্রন্থে বা সাধুদের শিক্ষায় উল্লেখ করা হয়নি। ইসলামের দর্শন ও বিশ্বাসের সঙ্গে কোন প্রতীকি ইঙ্গিত যুক্ত করা ঠিক নয়। তিনি মনে করেন রাহুল গান্ধীর বোঝা উচিত কোন প্রতীকি কোন ধর্ম বা বিশ্বাসের সঙ্গে জড়িত। সম্পূর্ণ তথ্য ছাড়া কোন ধর্মের কথা বলা উচিত নয়।
#WATCH | On Congress MP Rahul Gandhi’s speech in Parliament, Jagjot Singh, president of Gurudwara Patna Sahib says, “Today is a very sad day because the way our leader of opposition Rahul Gandhi presented facts about religions in front of the House, according to me he had no… pic.twitter.com/sxBE83Guxg
— ANI (@ANI) July 1, 2024
বিহারের গুরুদ্বার পাটনা সাহিবের সভাপতি জগৎজোত সিং বলেন, খুবই দুঃখের দিন। বিরোধীদল নেতা রাহুল গান্ধী যেভাবে ধর্ম সংক্রান্ত তথ্য সংসদে উপস্থাপন করেছেন। তার মতে তার কাছে সঠিক তথ্য নেই। তিনি সংসদে অসম্পূর্ণ তথ্য, ভুল তথ্য উপস্থাপন করেছেন। শিখ ধর্ম হিন্দু ধর্ম বা অন্য কোন ধর্মই হোক না কেন কোন ধর্ম সম্পর্কে সম্পূর্ণ তথ্য না জানা থাকলে সে সম্পর্কে কথা বলা উচিত নয় সম্পূর্ণ তথ্য থাকলেই কথা বলা উচিত।