বিহার ও কেরলের পর মহিলাদের ঋতুকালীন ছুটিতে শিলমোহর ওড়িশা সরকারের
After Bihar and Kerala, Odisha govt seals women's menstrual leave

Truth Of Bengal: এবারে ওড়িশায় চালু হতে চলেছে নয়া নিয়ম। ওই নিয়ম অনুযায়ী ঘোষণা করা হয়েছে রাজ্যের মহিলাদের ঋতুকালীন ছুটির কথা। রাজ্যের নারীদের জন্য নতুন ‘উপহার’ ওড়িশার বিজেপি সরকারের। নতুন নিয়মে বলা হয়েছে, এখন থেকে মাসে এক দিন করে ঋতুকালীন ছুটি পেতে চলেছেন মেয়েরা। তবে বাড়তি ছুটির জন্য কাটা হবে না কোনও মাসিক বেতন।
জানা যাচ্ছে, ঋতুকালীন ছুটিসরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই সুযোগ পেতে পারেন কর্মরতা মহিলারাও। মঙ্গলবার এই নয়া ঘোষণা করেন ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর।উল্লেখ্য, চলতি বছরে স্বাধীনতা দিবসের দিনইওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা জানিয়েছিলেন, রাজ্যের মহিলারা এবার থেকে নয়া নিয়মের অন্তর্ভুক্ত হবেন। তাঁদের জন্য চালু করা হবে বাড়তি সুযোগের ব্যবস্থা। ঋতুচক্রের প্রথম কিংবা দ্বিতীয় দিনের যেকোনও একটিতে মিলতে পারে ছুটি। সেই সাথে তিনি এও জানান যে অতি শীঘ্রই সেই নির্দেশ কার্যকর হবে। আর এবারে তাতেই সিলমোহর পড়ল। জানা যাচ্ছে, আগামী মাস থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে।
ওড়িশার সমস্ত ক্ষেত্রে কর্মরত মহিলারা মাসে এক দিন করে বছরে মোট ১২টি ছুটি পাবেন। এর আগে বিভিন্ন সমস্যা ও পারিবারিক কিছু দায়িত্ব পালনের জন্য মহিলাদের জন্য ঘোষিত হয়েছিল বছরে ১০টি অতিরিক্ত ছুটি। তবে এবার থেকে ছুটি বাড়িয়ে আরও ২ দিন করা হল। তবে এই নয়া নিয়ম কার্যকর হওয়ার আগেই ভারতের বেশ কিছু বেসরকারি সংস্থায়এই নীতি আগে থেকেই চালু রয়েছে।জানা যায়, এর আগে কর্মক্ষেত্রে মহিলাদের ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করার আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। যদিও পরবর্তীতে তা খারিজ হয়ে যায়। এই ধরণের নিয়ম ভারতের শুধুমাত্র বিহার এবং কেরলেই চালু রয়েছে। তবে বর্তমানে ওড়িশা সরকারের তরফে মহিলাদের জন্য নেওয়া হল নয়া পদক্ষেপ।