বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, অন্ধ্রের সার্বিক উন্নয়নে পূর্বোদয়া পরিকল্পনাঃ সীতারামন
Advance planning for overall development of Bengal, Bihar, Orissa, Jharkhand, Andhra: Sitharaman

The Truth Of Bengal : তৃতীয়বার ক্ষমতায় বসার পর মোদি সরকারের চ্যালেঞ্জ বেড়েছে।সবথেকে বড় বিষয় আগামীদিনে কয়েকটি রাজ্যের নির্বাচন।যারমধ্যে অন্যতম হল ঝাড়খন্ড,বিহারও অন্ধ্রপ্রদেশ।এইসব রাজ্যের ভোটে বিজেপির ভালো ফল করা বড় ফ্যাক্টর।কারণ এই কয়েকটি রাজ্যে ক্ষমতা ধরে রাখতে না পারলে গেরুয়া শক্তি দুর্বল হয়ে পড়বে।এর মধ্যে আবার তৃতীয় বার মোদি সরকারের শরিক নির্ভরতা বাড়িয়েছে।তাই এই অবস্থায় অন্ধ্রের জন্য বিশেষ সাহায্য ঘোষণা করেছে মোদি সরকার।১৫হাজার কোটি টাকার প্রকল্পের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।নির্মলা সীতারমন তাঁর বাজেট বক্তৃতায় মূলতঃ জোর দেন পূর্বদোয়া প্রকল্পের ওপর।
সেই লক্ষ্যে তিনি জানিয়েছেন, বিহার,ঝাড়খন্ড,উড়িষ্যা,অন্ধ্রপ্রদেশও পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নে।পূর্বাঞ্চলের ৫রাজ্যের বিকাশের গতি বাড়ানোর প্রতি আলোকপাত করেছেন অর্থমন্ত্রী।বলা যায়,চন্দ্রবাবু নাইডুর মতোই নীতীশকুমারও বিহারের প্যাকেজ ঘোষণা করার দাবি তুলেছেন।বিহারে আগামী বছর ভোট রয়েছে।তাই সেরাজ্যের বড় শরিক জিডেইউকে খুশি করতে পূর্বোদয়া প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে বিরোধীরা মনে করছেন।এছাড়াও বিহারের জন্য ২৬হাজার কোটি টাকার সড়ক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।সাতবার তিনি এই বাজেট পেশ করেছেন।মুরারজি দেশওয়াইয়ের রেকর্ড ভেঙে টানা বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন।এখন বেকারত্ব,করছাড়,মূল্য নিয়ন্ত্রণের রেকর্ড সৃষ্টি করা সমস্যা নিরসনের পরীক্ষায় তিনি কতটা উত্তীর্ণ হতে পারেন তাই নিয়ে চর্চা চলছে।