কেজরির ব্যক্তিগত সচিবকে বরখাস্তের বিরুদ্ধে মামলা করতে চায় আপ
AAP wants to file a case against the dismissal of Kejri's private secretary

The Truth of Bengal: ভোটের আগেই গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গ্রেফতারের পরই বিতর্কের সৃষ্টি দেশজুড়ে। শোরগোল পড়েছে জাতীয় স্তরে। আদালতে গিয়ে মামলা করেছে আম আদমি পার্টি। তাঁদের দাবি, আবগারি দুর্নীতি মামলায় অকারণে কেজরিওয়ালকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেফতারি বেআইনি বলে আপের অভিযোগ। দিল্লি হাইকোর্ট এবিষয়টি খারিজ করে দেওয়ার পর সুপ্রিমকোর্টে গেছেন কেজরির দল। সোমবার এবষিয়ে শুনানি রয়েছে। এবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে আপের তরফে আবেদন করা হতে পারে। আম আদমি পার্টির তরফে আইনজীবীরা প্রশ্ন তুলছেন,ভোটের মধ্যে এই বরখাস্ত কেন? মুখ্যমন্ত্রীর সচিব বা অফিসার অন স্পেশাল ডিউটি বিভোব কুমারকে অসাংবিধানিকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও অভিযোগ আপের। তারমাঝে অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারকে ভিজিল্যান্স বিভাগ বরখাস্ত করার ঘটনায় আরও আইনি লড়াই তীব্রতর হয়েছে।
১৫ এপ্রিল পর্যন্ত তিনি তিহার জেলে থাকবেন। সেই গ্রেফতারি নিয়ে সুপ্রিমকোর্টে শুনানি হবে সোমবার।তার মাঝে তাঁর সচিব বিভোব কুমারকে বরখাস্তের বিরুদ্ধেও মামলা করার আপের সিদ্ধান্ত রাজনৈতিক স্তরেও আলোচনায় উঠে আসছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল আম আদমি পার্টির কর্মীদের বার্তা দিয়েছেন তিনি বিজেপির দমনপীড়নের রাজনীতির বিরুদ্ধে সবকিছু চ্যালেঞ্জ নিয়েও লড়াই করতে চান। সেই বার্তা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সাংসদ সঞ্জয় সিং.দিল্লির মন্ত্রী গোপাল রাই-আপ নেতা সৌরভ ভরদ্বাজের কাছে পৌঁছে গেছে।তাঁরা সুনীতার বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে চান।
যদিও ভিজিল্যান্স বিভাগের সূত্রে জানা গেছে,সরকারি কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগেই এই চাকরি থেকে বরখাস্তের মতো চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহেশ কুমার নামে এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে। বলা যায়,এই সপ্তাহের আগে ইডি দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অর্থ তছরুপের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করে।এমনকি বিধায়ক দুর্গেশ পাঠকের অফিসে গিয়েও ইডি জেরা করে। কারণ তিনি বারবার সমন এড়িয়ে যান বলে দাবি তদন্তকারীদের। বিভব কুমারের প্রতি এই কোপ নিয়েও ক্ষুব্ধ আম আদমি পার্টির সদস্যরা।২১ মার্চ ২০২১-২২এর আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়।