পিস্তল থেকে ভুলবশত গুলি! আপ বিধায়কের মর্মান্তিক পরিণতি
aap mla death as he shot himself accidentally

Truth Of Bengal: নিজের পিস্তল থেকে ভুলবশত গুলি! মৃত্যু হয় আপ বিধায়কের। জানা যায়, শুক্রবার গভীর রাতে ভুল করে গুলি ছুটে যায় বিধায়ক গুরপ্রীত বাসসি গোগির পিস্তল থেকে। গুলির আঘাতে গুরুতর জখন হন বিধায়ক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ায় হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে, যে পিস্তল আত্মরক্ষার জন্য ছিল, তা থেকে কীভাবে গুলি ছুটল, সেই প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, পশ্চিম লুধিয়ানার এমএলএ ছিলেন গুরপ্রীত। জেলার আপ সচিব পরমবীর সিং জানান, সারাদিন দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক। রাতে বাড়িতে ফেরেন তিনি। তারপর আচমকা দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ গুলির শব্দ পেয়ে ঘরে ছুটে যান গুরপ্রীতের স্ত্রী। গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আপ বিধায়ক। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা গুরপ্রীতকে হাসপাতালে নিয়ে যান, তবে শেষ রক্ষা হয়নি।
তবে কী করে এইভাবে গুলি ছুটে গেল, সেই নিয়ে তদন্তও শুরু হয়েছে। আজ আপ বিধায়কের শেষকৃত্য হবে বলে খবর।