দেশ

বড় ধাক্কা আপ শিবিরে, গ্রেফতার সঞ্জয় সিং, বিজেপির বিরুদ্ধে তোপ আপ নেতৃত্বের

ব্যবসায়ীর সঙ্গে মণীশ সিসোদিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন সঞ্জয় সিং

The Truth of Bengal: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের আগে ফের একবার বড় ধাক্কা আপ শিবিরে। এবার গ্রেফতার করা হল আর এক শীর্ষ নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে।

সূত্রের খবর, বুধবার সকাল থেকেই আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে হানা দেয় এনপোর্সমেন্ট ডায়রেক্টরেট। দীর্ঘক্ষণ তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়। দিল্লি আবগারি নীতি নিয়ে যে তদন্ত প্রক্রিয়া চলছিল, সেই মামলাতেই আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, দিল্লি আবগারি নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল দীনেশ আরোরা নামে এক ব্যবসায়ীকে। এই ব্যবসায়ীর সঙ্গে মণীশ সিসোদিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন সঞ্জয় সিং। এই তথ্য সিবিআইকে দিয়েছেন ওই ব্যবসায়ী। সেই সূত্র ধরেই সঞ্জয়ের বাড়িতে অভিযান চালানোর পর গ্রেফতার করা হয়।

দিল্লি আবগারি নীতি মামলায় এখনও পর্যন্ত তিনজন শীর্ষস্তরের নেতাকে গ্রাফতার করা হয়েছে। গত বছর মে মাসে গ্রেফতার করা হয়, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করা হয়, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। এবার ইডির হাত পড়ল সঞ্জয়ের উপর।   আপ নেতৃত্বের অভিযোগ, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে।

 

Related Articles