চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকান্ড, প্রাণ বাঁচল একইসঙ্গে ৩৬ জন যাত্রীর?
A terrible fire in a moving bus

Truth Of Bengal: শনিবার সকালে ভাদগাঁও মাভালের কাছে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে আগুন। বিলাসবহুল বাসে থাকা ছত্রিশ জন যাত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। ঘটনাটি ঘটেছে সকাল ৭টা নাগাদ। প্রাইভেট বিলাসবহুল বাসটি মুম্বাই থেকে কোলহাপুর যাওয়ার পথে ভাদগাঁওয়ের কাছে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে আগুন ধরে যায়।
ভাদগাঁও মাভাল থানার আধিকারিকরা জানিয়েছেন,টায়ার ফেটে আগুন লেগেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে বাসের চাকা ফেটে যায়। বিপদ বুঝেই চালক বাসের গতি কমান। কিন্তু তত ক্ষণে বাসের একটি অংশে আগুন ধরে গিয়েছিল। চালক বুঝতে পেরেই যাত্রীদের সতর্ক করেন। আগুন লাগার খবর শুনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়ো করে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই গোটা বাসে দাউদাউ করে আগুন জ্বলে যায়।
সব যাত্রী ও চালক সময়মতো নামতে পেরেছে বলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে দ্রুত পৌঁছয় দমকল বাহিনী এবং আগুন নিয়ন্ত্রণে আনে।