দেশ

কানওয়ার যাত্রীকে পিষে দিল ট্রাক, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫ জনের   

A terrible accident happened in Kachugaon, Kokrajhar, Assam

The Truth of Bengal: ৫ কানওয়ার যাত্রীকে পিষে দিল ট্রাক। ভয়াবহ দুর্ঘটনা অসমের কোকরাঝাড়ের কাচুগাঁওয়ের ঘটনা। পুণ্যার্থীদের ভিড়ে ভরা পথে তীব্র গতিতে ছিল ঘাতক ট্রাক টি বলে জানাগিয়েছে। অসমের কোকরাঝাড়ে ৫ কানওয়ার যাত্রীকে পিষে দিল একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন আরও একজন।

রাস্তায় পুণ্যার্থীদের ভিড় থাকা সত্বেও ঘাতক ট্রাকটি তীব্র গতিতে ছুটছিল ছিল। রাস্তায় পুণ্যার্থীদের ভিড় থাকা সত্বেও ঘাতক ট্রাকটি কেন তীব্র গতিতে ছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাচুগাঁওয়ের মহামায়া মন্দিরের কাছে ২৭ নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কানওয়া যাত্রীদের পিষে দেয়।

এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ কানওয়ার যাত্রীর।উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে বারেবারে শিরোনামে এসেছে কানওয়ার যাত্রীদের মৃত্যুর খবর। কখনও বিদ্যুৎপৃষ্ট হয়ে কখনও আবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন কানওয়ার যাত্রীরা। অন্যদিকে বিহারের জেহানাবাদে পুণ্যলাভের আশায় ফের মর্মান্তিক দুর্ঘটনা। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মহাদেবের জলাভিষেকের জন্য বিহারের সিদ্ধেশ্বরনাথ মন্দিরে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন মহিলা। পাশাপাশি আহত হয়েছেন আরও ৩৫ জন।

Related Articles