
Truth Of Bengal: জম্মু ও কাশ্মীরের কুলগামে বড় ধরণের সড়ক দুর্ঘটনা ঘটে গেল। মীরবাজার কুলগাম রোডে এই মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার নিপোরা মিরবাজারে এক সড়ক দুর্ঘটনায় নয়জন আহত হয়েছেন বলে আধিকারিকরা জানিয়েছেন।
একটি যাত্রীবাহী গাড়ি উল্টে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। আহতদের জিএমসি অনন্তনাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার তথ্য দিতে গিয়ে একজন আধিকারিক বলেন, পর্যটকদের যাত্রীবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহত সকলকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে জিএমসি অনন্তনাগে নিয়ে যাওয়া হয়।