জেড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯ ভারতীয়, শোক প্রকাশ ভারতীয় দূতাবাসের
9 Indians killed in road accident in Jeddah, Indian Embassy expresses condolences

Truth Of Bengal: সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জিজানের কাছে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এই ঘটনায় শোক প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। এক বিবৃতিতে, দূতাবাসের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পূর্ণ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এবং নিশ্চিত করেছে যে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে।
Grieved to learn of this accident and the loss of lives. Spoke with our Consul General in Jeddah, who is in touch with the concerned families. He is extending fullest support in this tragic situation. https://t.co/MHmntScjOT
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 29, 2025
ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। জেদ্দায় ভারতের কনস্যুলেট জেনারেল পূর্ণ সহায়তা প্রদান করছে এবং কর্তৃপক্ষ এবং পরিবারের সাথে যোগাযোগ রাখছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আরও প্রশ্নের জন্য একটি নিবেদিতপ্রাণ হেল্পলাইন স্থাপন করা হয়েছে”।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, তিনি জেড্ডায় কনসাল জেনারেলের সঙ্গে কথা বলেছেন, যিনি নিহতদের পরিবারের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করছেন। এদিন জয়শঙ্কর বলেন “এই দুর্ঘটনা এবং প্রাণহানির খবর পেয়ে আমি শোকাহত। জেড্ডায় আমাদের কনসাল জেনারেলের সঙ্গে কথা বলেছি, যিনি সংশ্লিষ্ট পরিবারের সাথে যোগাযোগ করছেন। তিনি এই দুঃখজনক পরিস্থিতিতে তার সর্বাত্মক সহায়তা প্রদান করছেন”।