দিল্লির শিশু হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৭ সদ্যজাতের
7 newborns died due to fire in Delhi's children's hospital

The Truth Of Bengal: গুজরাটের পর দিল্লিতে শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। শিশু হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল সাত সদ্যজাতের। পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি শিশু হাসপাতালে শনিবার রাতে আগুন লাগে। রাত ১১ঃ৩২ মিনিট নাগাদ আগুন লাগার খবর পৌঁছায় দমকলের কাছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ঘটনাস্থলে যায় দমকলের আটটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে উদ্ধার করা হয় ১২ জন শিশুকে। ঘটনাস্থলে ছয়জনের মৃত্যু হয়। একজনকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হলেও রবিবার সকালে মৃত্যু হয় সেই সদ্যজাতের। হাসপাতালে আগুন শিখা দেখে আতঙ্কে দিশারায় পড়েন পরিবারের লোকেরা। শিশুদের নিরাপদ জায়গায় শরীর নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। বর্তমানে পাঁচ শিশুর চিকিৎসা চলছে হাসপাতালে। তবে কিভাবে এই আগুন লাগার ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়।
দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ ও দমকল। প্রসঙ্গত গত শনিবার গুজরাটের গেমিং জোনে আগুন লেগে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন শিশু ছিল। ইতিমধ্যে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।