ছত্তীশগড়ে যৌথবাহিনীর গুলিতে নিকেশ ৭ মাওবাদী
7 Maoists killed in joint forces firing in Chhattisgarh

Truth Of Bengal: মাওবাদী ও যৌথ বাহিনীর সংঘর্ষ ছত্তিশগড়ে। নারায়পুরের অবুঝমাঢ়ের জঙ্গলে বৃহস্পতিবারই অভিযানে নামে পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। একটানা সাত ঘণ্টা ধরে চলা গুলির লড়াইতে নিকেশ হয় ৭জন মাওবাদী। অবুঝমাঢ়ের জঙ্গে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর ছিল গোয়েন্দাদের কাছে। তারপরই মধ্যরাত প্রায় তিনটে নাগাদ সেই জঙ্গলে চলে পুলিশ ও সিআরপিএফের যৌথবাহিনীর অভিযান।
এই ঘটনার আগেই পুলিশ মনে করে এক বিজেপি নেতাকে খুন করে বাড়ির সামনে ঝুলিয়ে মাওবাদীদের তরফ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলেই খবর। এই হত্যাকাণ্ডের পরই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে মাওবাদীদের তরফফ থেকে হুমকি লিফলেট ছড়িয়ে দেওয়া হয়েছিল। এমনকি কিছুদিন আগেই পুলিশের দূত সন্দেহে এক মহিলাকে বাড়ির ভিতর ঢুকে খুন করেছিল মাওবাদীরা।
এদিন পুলিশ ও যৌথ বাহিনীর পাল্টা হামলায় ৭ মাওবাদী নিকেশ হয়েছে বলে খবর। বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ মাওবাদীদের সঙ্গে টানা সাত ঘণ্টার গুলির লড়াইতে ৭ মাওবাদীর মৃত্যুর খবর জানান, সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।