পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ৬ পড়ুয়ার মৃত্যু
6 students died due to lightning on their way home after the exam

Truth Of Bengal : ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁও এলাকায় পরীক্ষার পর বাড়ি ফেরার পথে বাজ পড়ে ছ’জন একাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছের তলায় আশ্রয় নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে, অর্থাৎ এক দিনে বাজ পড়ে মোট আট জনের মৃত্যু হয়েছে।
রাজ্য সরকার মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে এবং আহতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আবহাওয়া দফতর সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার নির্দেশ দিয়েছে।
জেলাশাসক সঞ্জয় আগরওয়াল নিশ্চিত করেছেন যে ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁও এলাকায় পরীক্ষা দিয়ে স্কুল থেকে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে ছয় কিশোরের মৃত্যু হয়েছে। বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছের তলায় আশ্রয় নিয়েছিল তারা, এবং সেখানেই বাজ পড়ে বিপদ ঘটে। রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, আরও একজন বাজ পড়ে আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
রাজ্য সরকার মৃতদের পরিবারের জন্য চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। এছাড়াও আহতদের জন্য নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছে সরকার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সকলকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে। প্রশাসনের তরফে রাজ্যবাসীদের বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাঠ, ফাঁকা রাস্তায় কিংবা গাছের নীচে থাকতে নিষেধ করা হয়েছে।