
Truth of Bengal: গাড়ি ও ট্র্যাকের সংঘর্ষে ৫ জুনিয়র ডাক্তারের মৃত্যু। বিয়েবাড়ি থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। যাদের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের স্নাতকোত্তর-এর পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক পড়ুয়া।
বুধবার ভোর প্রায় সাড়ে ৩ টি নাগাদ, আগ্রহ-লখনৌ এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা যায়, ভোরের দিকে গাড়ির চালক ঘুমিয়ে পড়তে পারেন। হতে পারে তাতেই নিয়ন্ত্রন হারায় গাড়িটি। তার জন্যই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের অনুমান।
পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে লখনউ থেকে আগ্রাগামী একটি গাড়ি ডিভাইডারের পাশের লেনে ঢুকে পরে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্র্যাকের সাথে ধাক্কা লাগে। গাড়ির মধ্যে থাকা একজন পড়ুয়া বাদ দিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাকি পড়ুয়াদের। নিহতরা হলেন, সন্তোষ কুমার মৌর্য, জয়বীর সিং, অনিরুদ্ধ বর্মা, অরুণ কুমার ও নরদেব। ইতোমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার কারণ।