দেশ

নৃশংসভাবে খুন ২ পড়ুয়া! ফের উত্তপ্ত মণিপুর

2 student murdered at manipur

The Truth of Bengal: বেশ কিছুদিন হল স্বাভাবিক হচ্ছে মণিপুরের পরিস্থিতি। ফিরেছে ইন্টারনেট পরিষেবা। আর তারপরেই ভাইরাল হতে শুরু করল দুই পড়ুয়ার মৃতদেহের ছবি। আর তারপরেই ক্ষোভে ফুটছে মণিপুরের একটি সম্প্রদায়ের মানুষজন। জানা যাচ্ছে, গত জুলাই মাস থেকে নিখোঁজ ছিল দুজনে। দুমাস পরে ইন্টারনেট সচল হতেই প্রকাশ্যে এল তাঁদের মৃতদেহের ছবি।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ১৭ ও ২০ বছর বয়সি দুই পড়ুয়া বসে রয়েছে। চোখে মুখে আতঙ্কের ছাপ। পরের ছবিতেই তাঁদের মৃতদেহ দেখা যাচ্ছে। মৃতদেহের পিছনেই অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দুই ব্যক্তি। পুলিশসূত্রে জানা গিয়েছে, জুলাই মাস থেকে নিখোঁজ ছিল মেইতেই সম্প্রদায়ের ওই দুই পড়ুয়া। এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজে তাঁদের দেখা গেলেও শেষমেশ খোঁজ মেলেনি দুই পড়ুয়ার। পুলিশ তদন্ত করেও সন্ধান পায়নি। অবশেষে তাঁদের মৃতদেহে ছবি ভাইরাল হতেই টনক নড়ল পুলিশের।

ইতিমধ্যেই পড়ুয়াদের পিছনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির পরিচয় জানতে বিশেষ ধরণের সাইবার ফরেন্সিক ব্যবহার করবেন তদন্তকারীরা। এই ছবি প্রকাশ্যে আসার পরেই একটি বিবৃতি জারি করেছে মণিপুর সরকার। রাজ্যের বাসিন্দাদের ইচ্ছা অনুযায়ী এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। সেই সঙ্গে সাধারণ মানুষকে শান্ত থাকতেও অনুরোধ করেছে রাজ্য প্রশাসন।

Related Articles