
Truth Of Bengal : খুন করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হল ২ আরপিএফকে। উত্তরপ্রদেশের ঘটনায় চাঞ্চল্য। বারমের-গুয়াহাটি এক্সপ্রেসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা। জানা যায়, মঙ্গলবার রাতে গাজীপুরের ভাদাউরার কাছে লাইনের পাশ থেকে ওই ২ আরপিএফের দেহ ছুঁড়ে ফেলে দেওয়া হয়। মৃত দুই আরপিএফ প্রমোদ কুমার ও জাভেদ খান। মগলসরাই ডিভিশনে কর্মরত ছিলেন তাঁরা। আরপিএফ সূত্রে খবর, বিহার মদ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মদ পাচার করে তারা, গোটা প্রক্রিয়াই সম্পন্ন হয় বেশিরভাগ সময়তেই ট্রেনের মাধ্যমে।
সেক্ষেত্রে অনেক সময়ই ধরাও পড়েছে পাচারকারীরা। মনে করা হচ্ছে, এদিনও এমনই পাচারের চেষ্টা চালায় পাচারকারীরা। প্রমান লোপাটের জন্যই চলন্ত ট্রেন থেকে তাদের ফেলে দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দুটি দেহই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। গাজীপুর রেলপুলিশের তরফ থেকে শুরু তদন্ত। এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে উপস্থিত যাত্রীরা। বুধবার দুপুরে ট্রেনটি গুয়াহাটি পৌঁছনো মাত্রই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা।