দেশ

ঘন্টায় ১১০০ কিমি! ভারতে আসছে ‘হাইপারলুপ’ ট্রেন, ঘোষণা রেল মন্ত্রকের

1100 km per hour! 'Hyperloop' train coming to India, Railway Ministry announces

Truth Of Bengal: আধুনিক প্রযুক্তির দুনিয়ায় ভারতের রেল পরিষেবায় আসতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তন। ‘হাইপারলুপ’ ট্রেন, যা মাত্র ৩০ মিনিটে দিল্লি থেকে জয়পুর পৌঁছে দেবে! অবিশ্বাস্য হলেও সত্যি, এই ট্রেন ঘণ্টায় ১১০০ কিলোমিটার গতিবেগে ছুটবে।

ইতিমধ্যেই আইআইটি মাদ্রাজ রেল মন্ত্রকের সহযোগিতায় ৪২২ মিটার দীর্ঘ ‘হাইপারলুপ’ লাইন তৈরি করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই লাইনটির ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছেন। এই প্রকল্প সফল হলে ভারতের পরিবহণ ব্যবস্থায় এক নতুন বিপ্লব আসবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে সুপারফাস্ট ইলেক্ট্রিক ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫০-২০০ কিলোমিটার। বুলেট ট্রেনের গতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। কিন্তু ‘হাইপারলুপ’ ট্রেনের গতি তারও দ্বিগুণের বেশি! এটি মাত্র ৩০ মিনিটেই ৩৫০ কিলোমিটার অতিক্রম করতে সক্ষম।

‘হাইপারলুপ’ ট্রেন চলে একটি বিশেষ লো-প্রেসার টিউবের মধ্যে দিয়ে, যেখানে বাতাসের চাপ অত্যন্ত কম থাকে। এই ট্রেনের সাধারণ ট্রেনের মতো একাধিক কামরা নেই, বরং থাকে মাত্র একটি বিশেষ কামরা। চৌম্বক শক্তির মাধ্যমে এই কামরাটি লাইন থেকে খানিকটা উপরে ভেসে থাকে, যার ফলে ঘর্ষণ কম হয় এবং গতি অবিশ্বাস্যভাবে বেড়ে যায়। বাতাসের বাধা না থাকায় ট্রেনটি অত্যন্ত দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছতে পারে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, “হাইপারলুপ ট্রেন প্রযুক্তি ভারতের পরিবহণ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে। এটি শুধু সময় বাঁচাবে না, বরং ভবিষ্যতের গতিশীল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে।” এই প্রকল্প সফল হলে, ভারতের রেল পরিষেবা এক নতুন মাত্রা পাবে এবং যাত্রীদের যাতায়াত হবে আগের তুলনায় অনেক দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়।

Related Articles