দেশ

যৌথবাহিনীর গুলিতে নিহত ১০ মাওবাদী

10 Maoists killed in joint forces firing

Truth Of Bengal: ছত্তীশগড়ে ফের মাওবাদী ও যৌথবাহিনীর গুলির লড়াই। নিহত প্রায় ১০ জন মাওবাদী। শুক্রবার কন্টার ভেজ্জি এলাকায় এই ঘটনা ঘটে। মাওবাদীদের একটি দলের কন্টা পেরিয়ে ছত্তীসগড়ে প্রবেশের খবর গোপন সূত্রে পান কন্টা থানার পুলিশ। সেই খবরের পরই কন্টারহ থানার তরফ  থেকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডকে খবর দেয়। তারপরই দুই বাহিনীর তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় অভিযান চালানো মাত্রই বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে মাওবাদীরা। পাল্টা বাহিনীর তরফ থেকেও শুরু হয় গুলি ছোঁড়া। দুপক্ষের মধ্যেই চলতে থাকে ব্যাপক পরিমানে গুলির লড়াই। প্রাথমিকভাবে জানা যায়, এই সংঘর্ষে নিহত অবস্থায় ১০ জন মাওবাদীকে উদ্ধার করা হয়েছে। বাকি মাওবাদীদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান।

নিহত মাওবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে বিস্ফোরক, অস্ত্র ও একাধিক নথি। প্রসঙ্গত, গত শনবার নিরাপ্ত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন পাঁচ মাওবাদী বস্তারে। মাওবাদীর গতিবিধির তথ্য পাওয়ার পরই নিরাপত্তা বাহিনীর তরফ থেকে স্পেশাল টাস্ক ফোর্স, বিএসএফের সদস্যরা ও পুলিশের রিজার্ভ গার্ডের তরফ থেকে যৌথ অভিযান চালানো হয়। সেই অভিযানের বেশি কিছুক্ষন পরই শুরু হয় গুলির লড়াই।  সেই লড়াইতেই নিহত হয় পাঁচ জন মাওবাদী।

Related Articles