দেশ

ফের কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইতে নিহত ১ জঙ্গি

1 militant killed in army-militants gunfight

Truth of Bengal: ফের কাশ্মীরে সেনা জঙ্গি গুলির লড়াই। নিহত এক সন্ত্রাসবাদী। শনিবারের ঘটনার পর সোশ্যালমিডিয়ায় কাশ্মীর পুলিশের তরফ থেকে একটি বিবৃতি জারি করে গোটা এলাকা ঘিরে পেলার কথা জানানো হয়। সেইসঙ্গে বাকি জঙ্গিদের খোঁজে  শুরু হয় তাদের চিরুনি তল্লাশি।

বিগত বেশ কয়েকমাস ধরে জম্মু-কাশ্মীরে ধারাবাহিকভাবে নাশকতা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। ২০২১ সাল থেকে সেখানে ৫০ জনেরও বেশি সেনাকর্মীর মৃত্যুর খবর সামনে এসেছে। গত কয়েকমাসে সেই হামলাই আবারও শুরু হয়েছে নতুন করে। সপ্তাহ দুয়েক আগেই অনন্তনাগের চজঙ্গি হামলায় ১৯ রাষ্ট্রীয় রাইফেলসের ২ জন জওয়ান নিহত হয়েছিলেন। তার আগে জুলাইতে চার সেনা জওয়ানের নিহত হওয়ার খবর সামনে এসেছিল।

১৪ অগাস্টও জম্মু-কাশ্মীরের ডোডায় এক সেনা জওয়ানের প্রান চলে যাওয়ার খবর পাওয়া যায়। আর এবার জম্মু-কাশ্মীরের বারামুল্লা রাফিয়াবাদের কাছে কেন্দ্রীয় আধাসেনার টহলদারি চালানোর সময় তারা জঙ্গি হামলার মুখে পড়ে। শুরু হয় দুই তরফের গুলির লড়াই।  সেই লড়াইতেই এক জঙ্গির মৃত্যু হয় বলে জানা যায়। সোশ্যালমিডিয়ায় বিবৃতি জারি করে কাশ্মীর পুলিশ গোটা এলাকা ঘিরে রাখার বিষয়টি স্পষ্ট করেন। সেই সঙ্গে বাকি জঙ্গিদের খোঁজে তাদের চিরুনি তল্লাশি জারি থাকার কথাও জানান তারা।

Related Articles