রমেশ্বরম ক্যাফে বিস্ফোরণে গ্রেফতার ১, চলছে জিজ্ঞাসাবাদ
1 arrested in Rameswaram cafe blast

The Truth Of Bengal : সিলিন্ডার বিস্ফোরণ নয়, বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে হয়েছিল আইইডি বিস্ফোরণ। সিসিটিভি ফুটেজে চিহ্নিত হয় অভিযুক্ত। আটক করা হয়েছে তাঁকে। চলছে জিজ্ঞাসাবাদ। শুক্রবার দুপুর ১টা। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে আচমকাই ঘটে যায় বিস্ফোরণের ঘটনা। রামেশ্বরম ক্যাফের হোয়াইটফিল্ড শাখায় ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় আহত প্রায় ১০ জন মানুষ। আহতরা প্রত্যেকেই হাসপাতালেই চিকিসাধীন।
তবে এই বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে ঘটে এই বিস্ফোরণ। অপর একঠি সূত্রের তরফ থেকে মনে করা হয়েছিল, ক্যাফেতে এই বিস্ফোরণ কোনও সাধারণ বিস্ফোরণ নয়, এটি আইইডি বিস্ফোরণ। ঘটনার তদন্তভার যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির উপর। খতিয়ে দেখে গোটা পরিস্থিতি। ইউএপিএ ধারায় মামলা দায়ের করে পুলিশ। ক্যাফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলে দেখা যায়, এক যুবক মাস্ক ও টুপি পড়ে সেখানে গিয়েছিল। যুবকের সঙ্গে ছিল একটি ব্যাগ।
ওই ক্যাফেরই একটি কোনে একা বসে খাবারও খায় সে। তারপর নিজের সঙ্গে থাকা ব্যাগটিকে এক কোনে রেখে সেখান থেকে চলে যায় যুবক। তারপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই অভিযুক্ত ওই যুবককে চিহ্নিত করে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। বর্তমানে স্পষ্ট হয় বিস্ফোরণের কারণ। কোনও সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটেনি সেখানে। হয়েছিল আইইডি বিস্ফোরণ। এই বিস্ফোরণের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ঘটনাস্থল পরিদর্শনে যায় উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ও স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর।
FREE ACCESS