দেশ

ঘূর্ণিঝড় মিগজাউম: বানভাসি চেন্নাইতে রাস্তায় ঘুরছে কুমির!

 

বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর-পশ্চিমে এগিয়ে চলছে প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম। আজ, মঙ্গলবার দুপুরে মছলিপত্তনম এবং নেল্লোরের মধ্য দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তখন ঘূর্ণিঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর কিছু অংশে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চেন্নাইয়ে ভারী বৃষ্টির জেরে বানভাসি অবস্থা সৃষ্টি হয়েছে। নিচু এলাকাগুলোতে জল ঢুকে পড়েছে। সোশাল মিডিয়ায় দেখা গিয়েছে, বানভাসি বহু এলাকা। চেন্নাইয়ের পেরুনগালাতুর এলাকায় রাস্তার উপরেই একটি কুমির ঘুরে বেড়াচ্ছে।

ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Related Articles