স্বাস্থ্য
Trending

কৃত্রিম ভ্রু তৈরি করতে গিয়ে বিপত্তি, ফুসফুস ফুলে মারাত্মক পরিস্থিতি দুই মহিলার, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন

Two women are in serious condition due to complications while making artificial eyebrows, serious condition of lung swelling

The Truth Of Bengal : কৃত্রিম ভ্রু তৈরি করতে গিয়ে চরম বিপত্তি। দুই মহিলা গুরুতর অসুস্থ। ফুলে গিয়েছে তাদের ফুসফুস। চিকিৎসকরা তাদের শরীরে নানান ধরনের উপসর্গ খুঁজে পেয়েছে। জানা গিয়েছে মাইক্রো ব্লেন্ডিং এর মাধ্যমে ওই দুই মহিলা কৃত্রিম উপায়ে ভ্রু তৈরি করতে গিয়েছিলেন। কৃত্রিম ভাবে এই ভ্রু তৈরীর অনেক পরে তাদের শরীরে নানান পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে থাকে। দুই মহিলার ফুসফুসে মারাত্মক ব্যাথা অনুভব করতে থাকেন। তাদের বয়স ৩৩ এর কাছে।

চিকিৎসকদের তাঁরা জানিয়েছেন, কৃত্রিমভাবে ভুরু বানানোর কয়েক মাস পর তারা নানান ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করতে থাকেন। ভুতে কমলা লাল ফুসকুরি দেখা যায়। ট্যাটু কৌশলে এই ভ্রু তৈরি করা হয়েছিল বলে তারা জানিয়েছেন। ভ্রুকে আরও ঘন করার জন্যই এই কৃত্রিম উপায় অবলম্বন করেন। তারপর ফুসফুস ফুলে যেতে থাকে। চিকিৎসকরা বেশকিছু পরীক্ষা করান তাদের। বুকের এক্সরে এবং স্ক্যান করানো হয়। সেই পরীক্ষার রিপোর্টে দেখা যায় ফুসফুস এবং লিম্ফ নোডগুলিতে রোগের উপস্থিতি। ডাক্তারি পরিভাষায় যার নাম সারকোইডোসিস।

এই সারকোইডোসিস হল এমন একটি অবস্থা যা গ্রানুলোমাস সৃষ্টি করে। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে ত্বকে ফুসকুড়ি দেখা যায়। সেই সঙ্গে কাশি সর্দি শরীরে লাল দাগ, শ্বাসকষ্টের মত উপসর্গ দেখা যায়। এই দুই মহিলার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করে দেখছেন স্লোভেনিয়ার চিকিৎসকরা। কসমেটিক ক্লিনিক গুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন এর কথা বলেছেন তাঁরা। গবেষকরা বলছেন, এই ধরনের চিকিৎসায় সাবধানতা অবলম্বন না করলে বিপদ অনিবার্য।

Related Articles