স্বাস্থ্য

মশার কামড়ে নাজেহাল? মশার ধূপ জেলেও মিলছে না রেহাই? জেনে নিন ঘরোয়া কিছু উপায়ে মশা তাড়ানোর কৌশল

Nasty mosquito bites? Mosquito incense does not match the fish escape? Learn some home remedies to repel mosquitoes

The Truth Of Bengal: গরম পড়তে না পড়তেই শুরু মশার উপদ্রপ। মশার কামড়ে নাজেহাল আট থেকে আশি। এই সময় বাচ্চাদের সাবধানে রাখুন। মশার উপদ্রব যত বাড়বে ততো বাড়বে মশা বাহিত রোগের উপদ্রপ। নিজের বাড়ির আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন। কিন্তু তা স্বত্বেও মশা থেকে রেহাই পাচ্ছেন না। মশা তাড়াতে মশারি, কয়েল, ধূপের ব্যবহার করছেন। তাতেও কমছে না মশার উপদ্রপ। জেনে নিন মশার উপদ্রপ কমাতে ঘরোয়া কিছু টিপস।

১। মশা তাড়াতে ব্যবহার করতে পারেন ল্যাভেন্ডার তেল। এই তেল হাতে পায়ে মাখলে আপনার ধারে কাছেও আসবে না মশা।

২। মশা উপদ্রপ কমাতে ব্যবহার করতে পারেন কর্পূর। কর্পূরের ঝাঁঝালো গন্ধে মশা কেন কোনও কীটপতঙ্গই আপনার কাছেও আসবে না।

৩। মশা দমনে ব্যবহার করতে পারেন টি ট্রি ওয়েল। ক্রিম বা লোশনের মধ্যেও টি ট্রি ওয়েল মিশিয়ে তা গায়ে মাখতে পারেন।

৪। এছাড়াও আপনাদের বাড়িতে যদি নিমপাতা থাকে। তাহলে ঘরের মধ্যে নিমপাতা পুড়িয়েও মশা তাড়াতে পারেন।

 

 

Related Articles