স্বাস্থ্য

টিউমার সারাবে ন্যানো রোবটস, চিকিৎসাশাস্ত্রে নয়া নজির…

Nano robots to cure tumors

The Truth of Bengal,Mou Basu: এবার ব্লাডারের টিউমার সারাবে ন্যানো রোবটস। স্পেনের গবেষকদের একটি দল ইউরিয়ার সিঙ্গল ডোজ ক্ষমতাসম্পন্ন ন্যানোরোবটস তৈরি করেছে। পরীক্ষা করে দেখা গেছে এই ন্যানোরোবটস ব্লাডারের টিউমার ৯০% সারাতে সক্ষম। ল্যাবরেটরিতে ইঁদুরের ওপর গবেষণা চালানো হয়। স্পেনের ইনস্টিটিউট ফর বায়োইঞ্জিনিয়ারিং অফ ক্যাটালোনিয়া (আইবিইসি), সিআইসি বায়োম্যাগুয়েন, ইনস্টিটিউট ফর রিসার্চ ইন বায়োমেডিসিন আর অটোনমাস ইউনিভার্সিটি অফ বার্সেলোনার গবেষকরা মিলে এই গবেষণা চালান।

গবেষণাপত্র প্রকাশিত হয়েছে Nature Nanotechnology নামক জার্নালে। ন্যানোরোবটস- সিলিকাযুক্ত ছিদ্রওয়ালা গোলাকার ক্ষুদ্র ন্যানো মেশিন ব্যবহার করেন গবেষকরা। এই ন্যানো রোবটদের গায়ে নানান রকম পদার্থ ছিল। এরমধ্যে ছিল urease নামক এক ধরনের উৎসেচক। এই প্রোটিন প্রস্রাবে থাকা ইউরিয়ার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটে। টিউমার ধ্বংস করতে যে রেডিওআইসোটোপ ব্যবহার করা হয় সেই রেডিওঅ্যাক্টিভ আয়োডিনও ছিল ন্যানোরোবটসে। গোটা বিশ্বে ক্রমশ বাড়ছে ব্লাডার ক্যানসারের প্রবণতা।

গোটা বিশ্বে পুরুষদের মধ্যে হওয়া ক্যানসারের হারের নিরিখে চতুর্থ স্থানে আছে ব্লাডার ক্যানসার। মৃত্যু হার কম থাকলেও ৫ বছর অন্তর ব্লাডারে টিউমার দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। বারবার হাসপাতালে ভর্তি হওয়া আর চিকিৎসার খরচের জন্য এই ব্লাডারে টিউমার হওয়ার মতো রোগ অত্যন্ত ব্যয়বহুল রোগ বলে পরিচিত। গবেষক দলের প্রধান স্যামুয়েল সাঞ্চেজ জানান, ন্যানো রোবটসের একটা সিঙ্গল ডোজে টিউমারের আকার ৯০% কমবে। এই পদ্ধতিতে একদিকে যেমন চিকিৎসার খরচ কমবে তেমনই চিকিৎসা আরও ভালো ভাবে হবে বলে আমাদের আশা।

Related Articles