স্বাস্থ্য

অ্যালোভেরা মাখলেই মুখের মধ্যে জ্বালা করে? জানুন এই জ্বালা কিভাবে কমাবেন?

Does aloe vera irritate the face? Know how to reduce this irritation?

The Truth Of Bengal: বাজারে প্রচুর দেখতে অপাবেন অ্যালভেরা জেল। এই জেল মুখে মাখেন অনেকেই। আবার যাদের বাড়িতে অ্যালো ভেরা আছে তারা আর নতুন করে বাইরে থেকে কিনতে যান না অ্যালোভেরা। কিন্তু অ্যালো ভেরা গাছের পাতা ছিঁড়ে সেখান থেকে রস নেওয়া আর বাইরে থেকে অ্যালোভেরার প্রডাক্ট কেনা এক নয়। বাইরের কেনা প্রডাক্টের মধ্যে থাকে নানান ভেজাল। থাকে সবুজ রং ও। এই সমস্ত কেমিক্যাল মুখে মাখলে অনেক সময় মুখের মধ্যে র‍্যাশ বেরোতে পারে আপনার। কিন্তু বাড়ির অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা ছিঁড়ে এনে সেই জেলি মুখে মাখলেও দেখছেন মুখ টা কেমন একটা জ্বালা পোড়া করছে। তাহলে বুঝতে হবে কিছু ভুল হচ্ছে আপনার।

পাতা থেকে অ্যালো ভেরার শাঁস বার করার পদ্ধতি:

প্রথমে অ্যালোভেরার গাছ থেকে মোটা দেখে কেটে নিন পাতা। যদি আপনি একটু লক্ষ করেন তাহলে দেখবেন হলুদ রঙের তরল পদার্থ নির্গত হচ্ছে। ত্বকে যা অস্বস্তি হচ্ছে তার পিছনে রয়েছে এই তরল পদার্থ। এই পাতার সুচালো অংশটি উপরের দিকে এবং কাটা অংশটি নীচের দিক করে রেখে দিন বেশ কিছু ক্ষণ। আরও একটি কাজ করতে পারেন, একই পাত্রের মধ্যে অ্যালো ভেরা গাছের পাতা কেটে তাতে ডুবিয়ে রাখতে পারেন।

কিছুক্ষণ রাখার পরেই দেখবেন পাত্রের রং হয়ে গেছে হলুদ রঙের। ওই পাতা তুলে নিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। পাতার দুধারে কাঁটা কেটে মাঝ বরাবর কেটে নিন ছুরি দিয়ে। এই জেলি আলতো আলতো ভাবে মেখে নিন গোটা মুখে। বাড়িতে মিক্সি থাকলে এই শাঁস ব্লেন্ড করে নিন এবং মেখে নিন মুখে। শুধু মুখে এই শাঁস মাখা ভালো তা নয়, চুলেও মাখতে পারবেন।