আপনিও ঘন ঘন মাউথওয়াশ ব্যবহার করেন? জানেন অজান্তেই কত বড় বিপদ ডেকে আনছেন? দেখুন চিকিৎসকেরা কি বলছেন
do you use mouth wash frequently? Do you know unknowingly you are welcoming danger? See doctors opinion

The Truth of Bengal: অনেকেই আছেন যারা সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে খাওয়ার পর দাঁত মাজেন। দাঁত মাজার পরও দাঁতের মধ্যে দুর্গন্ধ যেন দূরই হয়না। তার জন্য ঘন ঘন ব্যবহার করতে হয় মাউথওয়াশ। কিন্তু মুখে বার বার করে মাউথওয়াশ দিয়ে কুলকুচি করলেই আপনার মুখের ভিতরে অসহ্য জ্বালা ও ব্যথা করে ওঠে। ভালো ভাবে মুখে চেকআপ করার পর দেখতে পান মুখে কোনও ঘা বা ফোড়া জাতীয় সমস্যা নেই তাও আপনার মুখের ভিতর এই মাউথওয়াশ ব্যবহার করলেই এই জ্বালাভাব ও ব্যথা অনুভব করেন। তবে কি ভয়ের কিছু কারণ? আপনার মুখের মধ্যে কি তাহলে কোনও রোগ ঘনিয়ে এলো?
চিকিৎসকদের মতে মাউথওয়াশ এর মধ্যে রয়েছে অ্যালকোহল। যা বেশি পরিমাণে আপনার মুখগহ্বরের মধ্যে প্রবেশ করলে আপনার মুখের মাইক্রোবায়োমের ক্ষতি করে। তবুও দাঁত বা মাড়ির মধ্যে যাতে কোনও জীবাণু ছড়াতে না পারে এবং দুর্গন্ধ থেকে রেহাই পেতেই এই মাউথওয়াশ ব্যবহার করেন অনেকেই। তবে জানেনকি? মাউথওয়াশ এর মধ্যে থাকা অ্যালকোহল আপনার মুখের মধ্যে প্রবেশ করে তা মুখের লালা রস শুকীয়ে নিতে পারে?
হার্ট ভালো রাখার জন্য নাইট্রিক অক্সাইডের গুরুত্ব অপরিসীম। তবে অত্যাধিক মাত্রাই মাউথওয়াশ ব্যবহার করলে এই নাইট্রিক অক্সাইডের উৎপাদন ও ব্যহত হয়। সেই কারণে দাঁত ও মাড়ির মধ্যে কোনও সমস্যা হলেই চিকিৎসকেরা বারবার দাঁত ও মাড়ি সতেজ রাখার পরামর্শ দেন। একান্তই যদি মাউথওয়াশ ব্যবহার করতেই হয় তাহলে আপনাকে পুরোপুরি অ্যালকোহল মুক্ত মাউথওয়াশ ব্যবহার করতে হবে। কেবল মাজন বা মাউথওয়াশ এর উপর লক্ষ রাখলে হবেনা। আপনাকে নজর দিতে হবে আপনার টুথ ব্রাশের উপরেও।