রান্নাঘর

ভোট মুখে বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, কোন কোন জেলায় রয়েছে সতর্কবার্তা, কোথায় ল্যান্ডফল?

Cyclone 'Remal' approaching Bengal

The Truth of Bengal: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, সাগরের বুকে জমাট বেঁধেছে ঘূর্ণিঝড়। যদি ঝড়টি আছড়ে পড়ে তা হলে নাম হবে ‘রেমাল।’ শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে রবিবার সন্ধ্যা নাগাদ আছড়ে পড়তে পারে। ল্যান্ডফল হতে পারে মাতলা নদীর মোহনায়। প্রভাব পড়তে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল এলাকায়।

কাল সকাল সাড়ে আটটা নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেবে, ল্যান্ডফলের সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ ১১০ থেকে ১২০ কিমি/ঘণ্টা। সুন্দরবনে ঘূর্ণিঝড় রেমাল-এর ল্যান্ড ফল হওয়ার আশঙ্কা। কাল থেকেই দক্ষিণবঙ্গে বইবে ঝড়ো হাওয়া কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাসরবিবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি। ২৬ মে বিভিন্ন জেলায় ৮০ থেকে ৯০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস। ২৭ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা।

এই আবহে শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার রাত থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। রবিবার ঝড়বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। যার রেশ থাকবে সোমবারেও।

Related Articles