ফিচার

মালিতে সক্রিয় হচ্ছে কট্টর ইসলামিক সংগঠনগুলি! আমজনতা সহ ৬৪ জনকে হত্যা

Islamic organizations are active in Mali

The Truth of Bengal: নাইজারে নির্বাচিত সরকারকে সরিয়ে প্রেসিডেন্ট গার্ডের অভ্যুত্থান পর্ব প্রায় এক মাস গড়িয়ে গিয়েছে। ফ্রান্স ও আফ্রিকার কয়েকটি দেশ নাইরের সেনা পরিচালিত জুন্টা সরকারকে বারবার হুঁশিয়ারি দিয়েছে। তবু তারা কোনও গুরুত্ব দিতে নারাজ। নাইজারে জুন্টা সরকারের একের পর এক পদক্ষেপের জেরে বহু মানুষ দেশ ছাড়া হচ্ছেন। এদিকে, দেশটির এই টালমাটাল পরিস্থিতির জন্য কয়েকটি অঞ্চলে ফের কট্টর ইসলামিক সংগঠনগুলি সক্রিয় হয়ে পড়েছে।

তার প্রভাব পড়ছে মালিতেও। প্রশাসনিক সূত্রের খবর, জঙ্গিরা একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত ১৫ জনকে হত্যা করেছে। পাল্টা গুলি বিনিময়ে ৫০ জঙ্গিও নিহত হয়েছে। মালি সরকারের তরফে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, রাশিয়ার এক সময়ের ভাড়াটে সেনা ওয়াগনার গোষ্ঠী পরিস্থিতি অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে, এমনটাই দাবি করেছিল মালি সেনা। তা সত্ত্বেও দেশটিতে ইসলামপন্থীদের সক্রিয়তা বেড়েই চলেছে।

মালির উত্তরাঞ্চলের শহর তিমবুকতু গত মাসের শেষ থেকে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। অতি সম্প্রতি কয়েকটি যানবাহনের উপর মারাত্মক হামলা চালিয়েছে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নাইজার নদীতে গাও শহর থেকে মোপ্তির দিকে একটা নৌকা যাচ্ছিল। সেখানে ৪৯ জন যাত্রী ছিলেন। সেই সময় নৌকা লক্ষ্য করে রকেট ছোঁড়া হয়। গাও অঞ্চলের বুরেম সার্কেলে একটি সেনা ক্যাম্পেও হামলা চালায় জঙ্গিরা। নৌকার অপারেটর সংস্থা কোমানাভ স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, নৌকার ইঞ্জিন লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালানো হয়। নৌকাটি নদীতে স্থির ছিল এবং সেনাবাহিনী যাত্রীদের সরিয়ে নিতে গিয়েছিল।