বিনোদন

বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে, কতটা স্পেশাল সন্দীপ্তার কাছে ?

ভালবাসার সপ্তাহ চলছে। বুধবার ভ্যালেন্টাইন্স ডে, আবার সেদিনই সরস্বতী পুজো। ভালবাসার এই বিশেষ দিনটি উদ্‌যাপনের জন্য অপেক্ষা করছেন অনেকে। বিয়ের পর এবারই প্রথম ভ্যালেন্টাইন্স ডে অভিনেত্রী সন্দীপ্তা সেনের।

টেডি ডে তে ইনস্টাগ্রামে টেডির ছবি দিয়েছেন সন্দীপ্তা। বিবাহিত জীবনের প্রথম ভ্যালেন্টাইন্স ডে, তাই কি প্রেমের সপ্তাহের প্রতিটি দিন পালন করছেন তিনি? সন্দীপ্তার উত্তর, “না, এমন কোনও ব্যাপার নেই। আমরা এ রকম ভাবে বিষয়টাকে দেখি না। চকোলেট, টেডি বিয়ার, ফুল দেওয়ার হলে বছরের যে কোনও সময় দেওয়া যায়।”

ভালবাসার দিন নিয়ে অনেকেরই নানা অভিজ্ঞতা রয়েছে। সন্দীপ্তার কি বিশেষ কোনও স্মৃতি আছে? সন্দীপ্তা বলেন, “আমার কোনও প্রেমিক ছিল না। কিন্তু আমার বন্ধুরা প্রেম করত। আমি বন্ধুদের হয়ে তাঁদের ভালবাসার মানুষদের জন্য রঙিন কাগজে উপহার মুড়ে দিতাম। কারণ, আমি ওই কাজটা করতে ভালবাসি।”

Related Articles